• বাম আমলের মার্কেট কমপ্লেক্স সংস্কার করেনি পুরসভা, ক্ষোভ
    বর্তমান | ২৯ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জ শহরের ৪ নম্বর ওয়ার্ডের কাছাড়িমোড়ে রয়েছে একটি শপিং কমপ্লেক্স। বর্তমানে এই কমপ্লেক্সের বেহাল দশা। কোনও কোনও জায়গায় মাঝেমধ্যেই ছাদের চাঙর ভেঙে পড়ছে। কোথাও আবার আবর্জনার স্তূপ জমে রয়েছে। শৌচাগারও অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে। ব্যবসায়ীরা কমপ্লেক্সের এই অবস্থার জন্য দায় চাপিয়েছেন পুরসভার ঘাড়ে। তারা কমপ্লেক্স সংস্কার না করাতেই এই বেহাল দশা। ২০০৩ সালে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট স্মল অ্যান্ড মিডিয়াম টাউন্স প্রকল্পের টাকায় কমপ্লেক্সটি নির্মাণ হয়। তৎকালীন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য এই কমপ্লেক্সের উদ্বোধন করেছিলেন। দোতলা এই কমপ্লেক্সে ৪০টির বেশি স্টল রয়েছে। ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বামেদের তৈরি মার্কেট কমপ্লেক্স আর সংস্কার করা হয়নি। যার জেরে ব্যবসায়ীরা ক্ষুব্ধ। 

    স্থানীয় ব্যবসায়ী ছোটন সাহা বলেন, সংস্কারের অভাবে কমপ্লেক্সটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। সামান্য বৃষ্টিতেই ছাদ চুঁইয়ে জল পড়ে। চারদিক আগাছায় ঢাকা। শৌচাগারটিও ছ’মাস থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে বেশি সংখ্যক ক্রেতা আসে না। রঙ্গ ঠাকুর নামে আর এক ব্যবসায়ী বলেন, আমরা পুরসভাকে প্রতি মাসে ভাড়া দিচ্ছি। অথচ এখান থেকে ন্যূনতম পরিষেবাও পাচ্ছি না। অবিলম্বে কমপ্লেক্স সংস্কার করা না হলে যে কোনওদিন বড় বিপদ ঘটতে পারে।

    তুফানগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা পেশায় শিক্ষক দিলীপ দে বলেন, শহরের বুকে এরকম একটি মার্কেট কমপ্লেক্স থাকলেও তা রক্ষণাবেক্ষণে কোনও হুঁশ নেই পুরসভার। অবিলম্বে এটি সংস্কারের প্রয়োজন রয়েছে। তুফানগঞ্জ পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ঈশোর বলেন, ব্যবসায়ীদের কাছে বেশকিছু বকেয়া রয়েছে। তা মিটিয়ে দিলে সংস্কারের কাজে উদ্যোগ নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)