• গ্যারান্টারের অ্যাকাউন্ট থেকে ঋণের টাকা কাটায় ব্যাঙ্কের দ্বারস্থ শিক্ষকরা
    বর্তমান | ২৯ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: মৃত শিক্ষকের ঋণ পরিশোধ করার জন্য তাঁর পরিচিত দু’জন গ্যারান্টারের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে। আর এর প্রতিবাদে ধূপগুড়ির আঙরাভাসা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্মারকলিপি দিলেন ধূপগুড়ি পশ্চিম মণ্ডলের প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকারা। 

    মহেরবান বিএফপি স্কুলের প্রাথমিক শিক্ষক জাহেদুল আলম ওই ব্যাঙ্ক থেকে সাত লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু গত বছরের আগস্ট মাসে তিনি মারা যান। আর তারপরেই গ্যারান্টার দুই প্রাথমিক শিক্ষকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করে। স্কুল শিক্ষক কৌশিক মুখোপাধ্যায় ও গৌতম পাল বলেন, কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তাঁর ঋণ পরিশোধ করার সঠিক প্রক্রিয়া কী রয়েছে তা না জানিয়ে এবং মারা যাওয়ার ছ’মাস পরেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ ফিল্ড ভিজিট না করে অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু করেছে। এরই প্রতিবাদে আমরা সকল শিক্ষক শিক্ষিকা মিলে ব্যাঙ্কে স্মারকলিপি দিলাম। যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি ওই ব্যাঙ্কের ম্যানেজার শৌভিক দাস। 
  • Link to this news (বর্তমান)