• চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষোভ, সরকারি অনুষ্ঠান বয়কট করলেন কাউন্সিলাররা
    বর্তমান | ২৯ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: উৎসব অনুষ্ঠানে চায়ের কাপ, খাবারের প্লেট রাখার জন্য বিনামূল্যেই ডাস্টবিন দেওয়া হয়। কিন্তু ময়নাগুড়ি পুরসভার বিরুদ্ধে সেই ডাস্টবিন ভাড়া নেওয়ার অভিযোগ উঠল। যা নিয়ে ছড়িয়েছে বিতর্কও। শুক্রবার শহরে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ছিল। কার্যত চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সেই অনুষ্ঠানে থাকলেন না নির্দল সহ ১৪ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলার। তাঁদের দাবি, চেয়ারম্যানের ভূমিকায় তাঁরা অসন্তুষ্ট। সেকারণে সরকারি অনুষ্ঠান হলেও যোগ দেননি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন চেয়ারম্যান অনন্তদের অধিকারী। ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, কোথায় কী সমস্যা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। 

    ঘটনার সূত্রপাত শুক্রবার সকালেই। আজ, শনিবার ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সঙ্গে সরাসরি জড়িত একাধিক কাউন্সিলার। অভিযোগ, অনুষ্ঠানের জন্য রাস্তায় জল দিতে হবে। তাই দু’জন কাউন্সিলার পুরসভায় জলের ট্যাঙ্ক নেওয়ার জন্য যান। কিন্তু চেয়ারম্যান তাঁদের জানিয়ে দেন এজন্য ভাড়া দিতে হবে। শুধু তাই নয়, অনুষ্ঠান স্থলে ডাস্টবিন পাঠানো হবে তারজন্যও ভাড়া দিতে হবে। কাউন্সিলারদের দাবি, ডাস্টবিনের জন্য ভাড়া নেওয়া হবে, এমন কোনও সিদ্ধান্ত বোর্ড মিটিংয়ে অতীতে নেওয়া হয়নি। এরপরও ডাস্টবিন পিছু ২০ টাকা করে ভাড়া নেওয়া হল। চেয়ারম্যানের ‘একক’ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হননি ওই কাউন্সিলাররা। 

    এদিন ১০ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরা। কাউন্সিলারদের মধ্যে ছিলেন অনন্তদেব অধিকারী, মনোজ রায় ও চন্দনা রায় সরকার। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুপ্রিয় দাস বলেন, ডাস্টবিনের ভাড়া নেওয়া হচ্ছে! এমন কোনও রেজুলেশন কোনও মিটিংয়ে নেওয়ার ব্যাপারে জানা ছিল না। 

    ময়নাগুড়ি পুরসভার এগজিকিউটিভ অফিসার প্রণয়কুমার বসু স্বীকার করে নিয়েছেন ডাস্টবিন ভাড়া দেওয়ার কোনও রেজুলেশন করা নেই। চেয়ারম্যান বলায় ভাড়া নেওয়া হয়েছে। অন্যদিকে, চেয়ারম্যান বলেন, একটি প্রাইভেট অনুষ্ঠান হচ্ছে। সেখানে ডাস্টবিন পাঠিয়ে সেটা হারালে তার দায়িত্ব কে নেবে? তাই ভাড়া নেওয়া হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সকল কাউন্সিলারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কেউ না এলে সেটা তাঁদের ব্যাপার।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)