• সিউড়িতে রামনবমীর প্রস্তুতি, শাসক, বিরোধীদের কর্মসূচি, তৈরি পুলিস
    বর্তমান | ২৯ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রামনবমী উপলক্ষ্যে ময়দানে নামতে তৈরি শাসক ও বিরোধী দু’ পক্ষই। তৃণমূল ও বিজেপির তরফে পৃথকভাবে বীরভূম জেলায় একাধিক শোভাযাত্রা আয়োজিত হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জেলা পুলিসমহলও তৈরি। রামনবমীর শোভাযাত্রা কিংবা অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিসের কর্তারা ইতিমধ্যে বৈঠক করেছেন। জানা গিয়েছে, রামনবমীর দিন জেলাজুড়ে বাড়তি পুলিসকর্মী পথে নামতে চলেছেন। গোটা জেলাজুড়ে পুলিসি নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। সেইসঙ্গে নেওয়া হচ্ছে প্রযুক্তির সাহায্য। অশান্তি এড়াতে রামনবমীর শোভযাত্রায় ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হবে। পুলিস সুপার আমনদীপ বলেন, হেডকোয়ার্টার থেকে বাড়তি পুলিস ফোর্স নিয়ে আসা হচ্ছে। সিসি ক্যামেরার পাশাপাশি ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হবে। সমন্বয় বৈঠকে জোর দেওয়া হচ্ছে।

    বছর পেরলেই বিধানসভা নির্বাচন। যা সব রাজনৈতিক দলেরই পাখির চোখ। তার প্রায় এক বছর আগেই রামনবমীকে কেন্দ্র করে পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে রাজনৈতিকদলগুলি। তৃণমূল ও বিজেপি ৬ এপ্রিল একাধিক কর্মসূচি নিয়েছে। পৃথকভাবে পুজো-অর্চনার পাশাপাশি একাধিক শোভাযাত্রার কথা রয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে ১৯টি ব্লকে শোভাযাত্রা হবে। নেতৃত্বদের দাবি, সিউড়ির শোভাযাত্রা নজরকাড়া হবে। অন্যদিকে, বিজেপির তরফে জেলাজুড়ে শতাধিক শোভাযাত্রা করার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই ওইদিন জেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের অবাধ বিচরণ লক্ষ্য করা যাবে। শোভাযাত্রায় অংশ নিয়ে দলীয় নেতৃত্বও পথে নামবেন। এই পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলার যাতে অবনতি না হয় তার জন্য পুলিসমহল প্রস্তুতি নিচ্ছে। শোভাযাত্রার উদ্যোক্তাদের তরফে কী কী কর্মসূচি রয়েছে তা সবিস্তারে জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে কোন এলাকায় কত মানুষের জমায়েত হতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। অতিদ্রুত জেলার বিভিন্ন থানা কর্তৃপক্ষ রামনবমীর শোভাযাত্রা ও পুজো-অর্চনায় জড়িত উদ্যোক্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে।

    রামনবমীর দিন অশান্তি নতুন কথা নয়। অতীতে রাজ্যে একাধিক ঘটনাই তার সাক্ষী। সেইসব ঘটনা থেকে শিক্ষা নিয়েই জেলায় বাড়তি পুলিসকর্মী মোতায়েন করা হবে। স্পর্শকাতর এলাকায় ড্রোনের সাহায্যে বাড়তি নজর রাখা হবে। এছাড়া সাদা পোশাকের পুলিসকর্মীরাও নজরদারি চালাবেন। পথে নামবেন মহিলা পুলিসকর্মীরাও। থাকবে র‍্যাফও।
  • Link to this news (বর্তমান)