• বাইকের নেশায় সৎমা’র টাকা হাতিয়ে শোরুমে হাজির ১২ বছরের কিশোর
    বর্তমান | ২৯ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছোটবেলা থেকেই নাকি তার একটি দামি বাইক কেনার স্বপ্ন ছিল! কোন বাইকের কী বৈশিষ্ট্য, তা কার্যত তার মুখস্থ। কিন্তু বয়স মাত্র ১২ বছর! বাড়ি থেকে বাইক কিনে দেবে না। টাকা চাইলেও মিলবে না। শেষে সেই কিশোর প্ল্যান করে, সৎমা’র টাকা হাতিয়ে সে বাইক কিনবে। যেমন ভাবনা, তেমন কাজ! এভাবে টাকা জোগাড় করে কিশোর দিল্লি থেকে চলে আসে বেহালায় বাইকের একটি শোরুমে। কিন্তু তার ইচ্ছে শেষ পর্যন্ত পূরণ হয়নি। পুলিসের তৎপরতায় গোটা ঘটনা ফাঁস হয়ে যায়। পুলিস ওই নাবালকের কাছ থেকে উদ্ধার করে ৮৮ হাজারের বেশি টাকা।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর গার্ডেনরিচ রোডে তার দিদিমার কাছে থাকে। একবালপুর এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা, সৎমা ও বাবা থাকে নয়ডায়। মা কলকাতায় এসে মাঝেমধ্যে থাকতেন। মাসখানেক আগে সে মায়ের সঙ্গে দিল্লিতে যায়।  চলতি মাসের ২৫ তারিখ সে দিল্লি থেকে পালিয়ে কলকাতায় চলে আসে। দিদিমাকে ফোন করে বাবা জানতে পারে, ছেলে তাঁর কাছেই রয়েছে। শুক্রবার দুপুরে কিশোর বেহালা থানা এলাকার একটি বাইকের শোরুমে হাজির হয়। একটি বাইক পছন্দ করে।  নগদ ৪৪ হাজার টাকা জমা করে সে একটি ইলেকট্রিক বাইক কিনতে চায়। শোরুমের তরফে তার আধার চাওয়া হয়। তাতে দেখা যায় ওই কিশোরের বয়স মাত্র ১২। শোরুমের কর্মীদের সন্দেহ হওয়ায় তারা স্থানীয় থানায় খবর দেয়। পুলিস এসে তার সঙ্গে কথা বলে। তার সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করতেই ৮৮ হাজারেরও বেশি টাকার হদিশ মেলে। এত টাকা সে পেল কোথা থেকে, জানতে চায় পুলিস। নাবালক অফিসারদের জানায়, তার বাইক কেনার শখ অনেকদিনের। বাড়ি থেকে টাকা দেবে না বলে সে দিল্লি থেকে সৎমা’র টাকা নিয়ে কলকাতায় চলে এসেছে। সেই টাকা নিয়েই সে বাইক কিনতে এসেছিল। ওই টাকা কিশোরের দিদিমার হাতে তুলে  দিয়েছে পুলিস।
  • Link to this news (বর্তমান)