• অর্থবর্ষ শেষে বকেয়া মেটানোর ধুম, ছুটির দিনে ট্রেজারি খোলা রেখে রেকর্ড আদায়
    বর্তমান | ২৯ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রতি বছর মার্চে বা অর্থবর্ষের শেষ দিকে সম্পত্তি কর সহ বিভিন্ন ট্যাক্স মেটানোর ধুম পড়ে যায় নাগরিকদের মধ্যে। ভরে ওঠে পুর-ভাঁড়ার। চলতি মার্চেও তার কোনও ব্যাতিক্রম হচ্ছে না। তবে চলতি মার্চে পরপর ক’দিন সরকারি ছুটি রয়েছে। তাই গত বৃহস্পতিবার, ছুটির দিনেও ট্রেজারি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। তারই সুফল মিলেছে। পুরসভা সূত্রে খবর, ওই দিন রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। অনলাইন কিংবা অফলাইন—সর্বত্র বিপুল পরিমাণ ট্যাক্স জমা পড়েছে। সব মিলিয়ে সাড়ে চার কোটি টাকার বেশি রাজস্ব এসেছে কোষাগারে। গত কয়েক মাসের নিরিখে একদিনের হিসেবে এই পরিমাণই সর্বোচ্চ বলে জানাচ্ছেন আধিকারিকরা।

    গত বৃহস্পতিবার, ২৭ মার্চ সরকারি ছুটি থাকা সত্ত্বেও চলতি অর্থবর্ষের (২০২৪-২৫) শেষ সপ্তাহ হওয়ায় ট্রেজারি খোলা রাখার সিদ্ধান্ত নেয় পুরসভা। তাছাড়া, রবিবার এমনিই ছুটি। সোমবার এবং মঙ্গলবার রয়েছে ঈদের ছুটি। ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই ২৭ এবং ৩১ মার্চ পুরসভা ট্রেজারি খোলা রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তথ্য বলছে, গত বৃহস্পতিবার অনলাইনে কর জমা করেছেন ১,০৬৯ জন নাগরিক। জমা পড়া করের পরিমাণ ২ কোটি ৪৯ লক্ষ ৭৭ হাজার টাকা। পুরসভার বিভিন্ন অফিসে গিয়ে কর জমা দিয়েছেন ১,২১৩ জন। রাজস্ব আদায়ের পরিমাণ ২ কোটি ২ লক্ষ ৯৯ হাজার টাকা। অর্থাৎ সব মিলিয়ে ৪ কোটি ৫২ লক্ষ ৭৬ হাজার টাকা কোষাগারে এসেছে ওই দিন। 

    পুরসভার এক কর্তা বলেন, ‘এই সময় এমনিতেই রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ে। তবে ছুটির দিনে ট্রেজারি খোলা রেখে এদিন যে কর আদায় হয়েছে, তা এককথায় রেকর্ড। কারণ, সাম্প্রতিক অতীতে গত কয়েক মাসে এক দিনে এত পরিমাণ টাকা কোষাগারে আসেনি। আর মাত্র কয়েকদিন রয়েছে। তার মধ্যে অনেকেই জরিমানার ভয়ে ট্যাক্সের টাকা মিটিয়ে দেবেন বলে আশা করা যায়।’
  • Link to this news (বর্তমান)