• স্থায়ী উপাচার্য নিয়োগ না করেই ভাস্কর গুপ্তকে অপসারণ করলেন রাজ্যপাল
    বর্তমান | ২৯ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরও অনিশ্চয়তায় ডুবল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অবসরের চারদিন বাকি থাকতেই সেখানকার অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্তকে অপসারণ করলেন রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস। শুক্রবার এই চিঠি পেয়ে রীতিমতো হতবাক ভাস্করবাবুও। সংবাদমাধ্যমকে বলেন, ‘কোনও কারণ উল্লেখ নেই। তবে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার ভালোবাসা অটুট। ডাকলে আসব।’

    প্রসঙ্গত, ৩১ মার্চ অধ্যাপক হিসেবে অবসর নিচ্ছেন ভাস্করবাবু। তিনি স্থায়ী উপাচার্য হিসেবেও অন্যতম প্রার্থী ছিলেন। তবে ওয়েবকুপার সভা ঘিরে যে ঘটনা পরম্পরা, তাতে তিনি সরকার এবং রাজ্যপাল—উভয়ের কাছেই অনেকটা গ্রহণযোগ্যতা খুইয়েছেন বলে খবর। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ে আচার্যের প্রতিনিধি কাজি মাসুম আখতার এই ঘটনার পর ভাস্করবাবুর প্রশাসনিক দক্ষতা নিয়েই প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। ফলে রাজ্যপালের এই পদক্ষেপকে সার্বিক পরিস্থিতির ফল বলেই মনে করা হচ্ছে। তবে স্থায়ী উপাচার্য নিয়োগ না করে এই সিদ্ধান্ত নেওয়ায় আচার্যও সমালোচনার মুখে পড়েছেন। অ্যাবুটা সহ বিভিন্ন শিক্ষক সংগঠন এর সমালোচনা করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘রাজ্যপাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মতো যাদবপুরেও অচলাবস্থা চাইছেন।’
  • Link to this news (বর্তমান)