• মাছের ভেড়িতে ভাসছে মহিলার অর্ধনগ্ন দেহ, ভয়াবহ দৃশ্যে কেঁপে উঠল মিনাখাঁ
    এই সময় | ২৯ মার্চ ২০২৫
  • মাছের ভেড়িতে এক মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে শনিবার প্রবল উত্তেজনা উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ থানার অন্তর্গত কাহারপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্মশান সংলগ্ন একটি শুনশান জায়গায় মাছের ভেড়িতে এক মহিলার মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তাঁরা মিনাখাঁ থানায় খবর দেন।

    খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে পুলিশ। মহিলার দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ওই মহিলার মাথায়, পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় ভারী কোনও জিনিস দিয়ে আঘাত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো সম্ভব বলে জানিয়েছে পুলিশ।

    তবে এখনও ওই মহিলার পরিচয় জানতে পারেনি পুলিশ। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করো হয়েছে। ওই মহিলা কে? কেন তাঁর দেহ এ ভাবে ভাসিয়ে দেওয়া হলো? তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)