• ‘সিপিএম-এর দ্বারা একটা কাজ ঠিকঠাক হয় না…’, প্রেসিডেন্সির ছাত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টের বিরোধিতায় থানায় তৃণমূল
    এই সময় | ২৯ মার্চ ২০২৫
  • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজের আলোচনাসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন কয়েকজন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় টানাপোড়েন চলছে বিস্তর। ওই ঘটনায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে তোলপাড় হাওড়ায়।

    সোশ্যাল মিডিয়ায় ‘বাঁকা ও উস্কানিমূলক মন্তব্য’ করার অভিযোগ তুলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর বিরুদ্ধে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করল জেলা তৃণমূল কংগ্রেস। ছাত্রীর দাবি, তিনি কারও নাম নিয়ে বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে এই পোস্ট করেননি। যদিও রাজ্যের শাসক দলের অভিযোগ, ওই ছাত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে উস্কানির বার্তা স্পষ্ট।

    বিতর্কের শুরু ঠিক কী নিয়ে?

    সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, হাওড়ার বাসিন্দা অদ্রিজা রাহা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘সিপিএম-এর দ্বারা একটা কাজ ঠিকঠাক হয় না। মাথায় গুলিটা যদি ঠিকঠাক করত, আজ এই দিন দেখতে হতো না।’

    এই পোস্ট নজরে আসার পর থেকেই সরব জেলা তৃণমূল নেতৃত্ব। হাওড়া থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে দলীয় তরফে। হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের (সদর) সেক্রেটারি বিশ্বনাথ দাস বলেন, ‘বাম আমলে ছাত্রী এই ধরনের কোনও মন্তব্য করলে তাঁকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু, আমাদের সরকার ক্ষমতায়। তাই আইনত পদক্ষেপ করা হচ্ছে। এই পোস্টের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে। আর তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’

    অদ্রিজা রাহা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভূগোল নিয়ে গবেষণা করছেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে চর্চা শুরু হওয়ার পর থেকে আইনি পদক্ষেপ করেছেন তিনিও।

    ওই ছাত্রী পুলিশকে একটি ই-মেল মারফত অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, একটি রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা তাঁর প্রোফাইলের একটি-দুটি পোস্টে কমেন্টের মাধ্যমে কটুক্তি করছে, বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে তাঁকে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    পাশাপাশি ওই ছাত্রীর দাবি, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের অপব্যখ্যা করা হয়েছে। রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনার প্রেক্ষিতে তাঁর এই মন্তব্য বলেও দাবি অদ্রিজার। তিনি বলেন, ‘মালদায় যে ঘটনা ঘটেছে বা হাওড়াতে দু'তিন বছর আগে যে ধরনের ঘটনা ঘটেছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন। যদি সিপিএম ঠিকমতো কাজ করত সে ক্ষেত্রে আজকের এই দিন দেখতে হতো না। আমার সেই বক্তব্যকে জেলা তৃণমূল কী ভাবে নিয়েছে জানি না। তবে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি।’

    এই বিষয়ে স্থানীয় বাম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই পোস্টে কারও নাম নেই। যদি এই নিয়ে থানায় কোনও মামলা হয় আমরাও সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেব।

  • Link to this news (এই সময়)