• নতুন বিপদে পরিযায়ী শ্রমিকরা, আলিপুরদুয়ারের পর এ বার অপহরণকারীদের ফাঁদে মুর্শিদাবাদের যুবকরা
    এই সময় | ২৯ মার্চ ২০২৫
  • হুমকির মুখে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা। বার বার অপহরণের ফাঁদে পড়ছেন তাঁরা। পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজে গিয়ে অপহৃত ১০ পরিযায়ী শ্রমিক। তাঁরা মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। তাঁদের অভিযোগ, অপহরণের পর তাঁদের বাড়িতে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছে। শুক্রবার বিকেলে তাঁদের অপহরণ করা হয় বলে অভিযোগ। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর সালেম জংশন থেকে অপহরণ করে নামাক্কল জেলার তিরুচেনগোড়ে নিয়ে যাওয়া হয়েছে ১০ পরিযায়ী শ্রমিককে।

    মুর্শিদাবাদ জেলা পুলিশের এক আধিকারিক জানান, অপহরণ করে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নামাক্কল জেলা পুলিশের সাহায্য নিয়ে তাঁদের ৬ জনকে উদ্ধার করা হয়েছে। অপহৃতদের মধ্যে মুর্শিদাবাদে নবগ্রাম থানা এলাকার বাসিন্দা ৬ জন, বহরমপুর থানা এলাকার ২ জন এবং বীরভূম জেলার রামপুরহাটের ২ জন ছিলেন। নবগ্রামের ৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারজনকে এখনও উদ্ধার করা যায়নি।

    সূত্রের খবর, চলতি সপ্তাহেই তামিলনাড়ুতে একটি বিস্কুটের কারখানায় কাজে যোগ দিতে গিয়েছিলেন ওই ১০ জন শ্রমিক। পরিবার সূত্রে খবর, সেখানে পৌঁছলে একটি গাড়িতে তোলা হয় তাঁদের। বলা হয়েছিল, কারখানা কর্তৃপক্ষ এই গাড়ি পাঠিয়েছে। এর পরই তাঁদের অপহরণ করা হয় বলে অভিযোগ।

    এর আগে আলিপুরদুয়ারের ১৫ জন পরিযায়ী শ্রমিক কেরালায় কাজে গিয়ে এ রকমই বিপদে পড়েছিলেন। তাঁদেরও আটকে রাখা হয়েছিল তামিলনাড়ুর চিরুচংটু থানার পাল্লিপালায়ম গ্রামে। একটি ঠান্ডা পানীয় সংস্থায় কাজে গিয়েছিলেন তাঁরা। মুক্তিপণ দাবি করা হয় তাঁদের কাছে। তা না দিলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)