আজকাল ওয়েবডেস্ক: রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিক–আপ ভ্যান। ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত কেঠিয়া এলাকায়। আহতরা ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রাজমিস্ত্রির কাজ সেরে পিকআপ ভ্যানে ঘাটাল–চন্দ্রকোনা রাজ্য সড়ক ধরে প্রায় ২৮ জন মুর্শিদাবাদ যাচ্ছিল। সেই সময় চন্দ্রকোনা থানার অন্তর্গত কেঠিয়া এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে উল্টে যায় পিক–আপ ভ্যানটি।
ঘটনায় গাড়ি থেকে ছিটকে পড়ে যায় যাত্রীরা। বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। পরে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় এলাকাবাসী ও পুলিশের প্রচেষ্টায় ১০ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।