• জেলবন্দি স্বামীর কাছে সিম সরবরাহ করতে গিয়ে স্ত্রী যা কাণ্ড ঘটালেন, জানলে চমকে উঠবেন...
    আজকাল | ২৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। অভিযোগ জেলে বসেই সেই কারবার চালানোর উদ্দেশে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী। বাড়ি থেকে আনা খাবারের সঙ্গে দেওয়া পেঁয়াজের খোসার ভিতরে সিম কার্ড ভরে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল স্ত্রী। 

    কিন্তু শেষরক্ষা হল না। তার আগেই ওই মহিলা ধরা পড়ে গেল কারারক্ষীদের কাছে। ওই মহিলার থেকে উদ্ধার হয়েছে ১৩টি সিম কার্ড।

     শুক্রবার ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার নাম শরমিনা বিবি। বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে তাঁর স্বামী মনিরুল শেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে। এরপর থেকেই কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে বন্দি আছে সে। শুক্রবার তার স্ত্রী স্বামীর সঙ্গে দেখা করতে যান। সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাড়ির তৈরি খাবার। জেলখানায় পৌঁছে সেই খাবার পরীক্ষার জন্য তিনি দেন কারারক্ষীদের। সেই খাবার পরীক্ষা করতে গিয়ে চক্ষু চড়কগাছ কারারক্ষীদের। দেখা যায় পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা আছে সিম কার্ড। ১৩টি সিম কার্ড উদ্ধার হয়। আটক করা হয় ওই মহিলাকে। এরপর কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃতকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে।

  • Link to this news (আজকাল)