দক্ষিণ ২৪ পরগনার মধ্যে প্রথম স্থান অর্জন করল বজবজ পৌরসভার অধীনস্থ চড়িয়াল আরবান প্রাইমারি হেলথ সেন্টার। সম্প্রতি, পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে জেলার ১৮টি আরবান প্রাইমারি হেলথ সেন্টারের ওপর একটি সমীক্ষা চালানো হয়। স্বাস্থ্যসেবা, পরিষেবার মান ও জনসাধারণের প্রতি দায়বদ্ধতার নিরিখে চড়িয়াল হেলথ সেন্টার ৯১% পেয়ে শীর্ষে উঠে আসে। এই অসাধারণ সাফল্যের জন্য স্বাস্থ্য ভবনের তরফে পুরস্কার হিসেবে ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই অনুদান স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজে ব্যবহার করা হবে।
বজবজ পুরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত এই সাফল্যের জন্য চুরিয়াল স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এই পুরস্কার আমাদের আরও উৎসাহিত করেছে। আগামী দিনে আরও উন্নত পরিষেবা প্রদানের জন্য আমরা একসঙ্গে কাজ করে যাব’। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বজবজ পৌরসভা জনস্বাস্থ্যের উন্নতির দিকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। এই স্বীকৃতি সেই প্রচেষ্টারই প্রতিফলন। পৌরপ্রধান আরও জানান, ‘আমাদের লক্ষ্য, আগামী দিনে স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করা, যাতে সাধারণ মানুষ সর্বোচ্চ মানের চিকিৎসা পরিষেবা পেতে পারেন’।