• গরমে জ্বলছে বাঁকুড়া, মুখ ঢেকে রাস্তায় বেরোচ্ছেন বাসিন্দারা...
    আজকাল | ২৯ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তাপমাত্রা ক্রমেই বাড়ছে। সকাল থেকে বাড়তে বাড়তে দুপুর গড়ালেই উর্ধ্বমুখী পারদ জানিয়ে দিচ্ছে গরমের মাত্রাটা ঠিক কীরকম। এই তীব্র গরমে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতো বাঁকুড়াবাসীও অতিষ্ঠ। গত বছর থেকেই জেলার স্কুলগুলিতে চালু হয়েছে 'ওয়াটার বেল'। যেখানে ছাত্রছাত্রীদের সঠিক পরিমাণে জল পান করার জন্য সতর্ক করা হচ্ছে। এ বছরেও বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে জল এবং গরম থেকে বাঁচতে ওআরএস বা গ্লুকোজ-এর ব্যবস্থা করা হয়েছে।

    বেড়ে গিয়েছে আখের রসের চাহিদা। রাস্তায় বেরিয়ে শরীর ঠাণ্ডা করতেন যা অনেকেই পান করছেন। সেই সঙ্গে বাসিন্দারা মুখ ঢেকে রাস্তায় বেরোচ্ছেন। এই পরিস্থিতিতে তাপমাত্রার আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রয়েছে তাপ প্রবাহের সতর্কতাও। ফলে দরকার না পড়লে  লোকজনকে বাইরে বেরোতে নিষেধ করছেন চিকিৎসকরা। বা যদি বেরতে হয় তবে যেন ভালো মতো সতর্কতা অবলম্বন করা হয়। পিছিয়ে নেই জেলা প্রশাসনও। তীব্র গরম থেকে বাসিন্দাদের রক্ষা করতে তারা প্রচার চালিয়ে যাচ্ছে যাতে মানুষের মধ্যে তাপমাত্রার প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।
  • Link to this news (আজকাল)