সূর্যের তেজে পুড়ছে কলকাতা, দক্ষিণের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা
বর্তমান | ২৯ মার্চ ২০২৫
কলকাতা: কে বলবে এখন মার্চ মাস! এখনই প্রবল দাবদাহে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই। গরমে হাঁসফাঁস অবস্থা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একটু বেলা বাড়তেই রাস্তাঘাট জনশূন্য। মানুষ বলছে, ‘এখনই এই! সামনের কয়েক মাস আমাদের জন্য কী অপেক্ষা করছে কে জানে?’আজ, শনিবার সকাল থেকে সূর্যের তেজে পুড়ছে কলকাতা। এদিন আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। জেলাগুলি হল: উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আর্দ্রতার হার ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ ও সর্বনিম্ন ২৭ শতাংশ। গতকাল রাজ্যের মধ্যে সব থেকে বেশি গরম ছিল পানাগড়ে। ৪১.৪ ডিগ্রি উত্তাপ পেয়েছে পানাগড়। একটু স্বস্তির ছবি দীঘা ও সাগরের। সেখানকার তাপমাত্রা যথাক্রমে ৩৫ ও ৩৩ ডিগ্রি সেলসিয়াস।