অনুপ দাস: মাদক পাচারের অভিযোগে জেলখানায় বন্দি স্বামী। তাকে সিম কার্ড পৌঁছে দিতে এসে পাকড়াও স্ত্রী। জেলে বসেই মাদকের কারবার চালানোর উদ্দেশ্যে তাকে সিম কার্ড সরবরাহ করতে গিয়েছিল স্ত্রী। এমনটাই জানা যাচ্ছে।
কীভাবে সিম কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা? পুলিস সূত্রে জানা যাচ্ছে একেবারে সিনেমার কায়দায় স্বামীর কাছে সিম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল স্ত্রী। বাড়ি থেকে খাবার এনেছিলেন স্বামীর জন্য। সেই খাবারের সঙ্গে ছিল পেঁয়াজ। আর সেই পেঁয়াজের খোসার ভেতরে সূক্ষ্ম কায়দায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল সিম কার্ড।
এতকিছু করেও অবশ্য শেষরক্ষা হয়নি। স্বামীর কাছে ওই সিম পৌঁছে যাওয়ার আগেই ধরা পড়ে গেল কারারক্ষীদের হাতে। উদ্ধার হয়েছে ১৩ টি সিম কার্ড। গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে।