• আত্মহত্যা নয়, খুনের মামলা রুজু পুলিশের, বেলেঘাটায় যুবকের রহস্যমৃত্যুতে নয়া মোড়
    প্রতিদিন | ২৯ মার্চ ২০২৫
  • অর্ণব আইচ: বেলেঘাটায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল বেলেঘাটা থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইরে থেকে কেউ ঢুকে ওই যুবককে খুন করে। তবে কে বা কারা যুক্ত তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    বেলেঘাটার কলিমুদ্দিন সরকার লেনের বাসিন্দা রোহন মণ্ডল। ওই এলাকায় একটি ফ্ল্যাটে একাই থাকতেন। বৃহস্পতিবার সেখান থেকে দেহ উদ্ধার হয় তাঁর। দেহ উদ্ধারের সময় বিছানায় পড়ে ছিল। রক্তে ভেসে যাচ্ছিল গোটা ঘর। পিঠ-সহ শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন ছিল তাঁর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বেলেঘাটা থানার পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর পুলিশ নিশ্চিত আত্মহত্যা করেননি রোহন। আঘাতের দাগ দেখে নিশ্চিত যে খুন করা হয়েছে তাঁকে।

    এই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে পুলিশের অনুমান, বাইরে থেকে কেউ ওই ফ্ল্যাটে ঢুকে রোহনকে খুন করেছে। তবে কে বা কারা ফ্ল্যাটে ঢুকেছিল, কীভাবেই বা খুন করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয়দের দাবি, বছরখানেক আগে বিয়ে করেন রোহন। তবে স্ত্রী তাঁর সঙ্গে থাকতেন না। কী কারণে দু’জনে আলাদা থাকতেন, এই ঘটনার সঙ্গে ওই তরুণীর কোনও যোগাযোগ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)