• উস্কানিমূলক পোস্টার–প্ল্যাকার্ড ছড়িয়ে হিংসার ছক, রাজ্যবাসীকে সতর্ক করল পুলিশ
    হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
  • রামনবমী এবং ইদ উপলক্ষ্যে আগামী কিছু দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ কিছু পদক্ষেপ করছে পুলিশ। আজ, শনিবার সাংবাদিক বৈঠক করে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, সামনের এই দুটি উৎসবের দিন এবং তার প্রাক্কালে নানা মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে, যাতে রাজ্যের সম্প্রীতি, শান্তি নষ্ট হতে পারে। তাই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এই প্রেক্ষিতেই নিরাপত্তা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    এদিকে রামনবমীর দিন আগেও হিংসার ঘটনা ঘটেছিল বাংলায়। তা নিয়ে মামলা পর্যন্ত গড়িয়েছিল। তাই এবার থেকে আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। তাই রাজ্যের সাধারণ মানুষকেও সতর্ক করে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কেউ যেন প্ররোচনায় পা না দেন। ঠিক কী তথ্য রয়েছে পুলিশের কাছে, সেটাও জানানো হয়েছে। এই বিষয়ে দুই পুলিশকর্তা সুপ্রতিম সরকার এবং জাভেদ শামিম জানিয়ে দিলেন, ‘‌কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। ভয় পাবেন না। তবে খুব সতর্ক থাকুন। কোথাও কোনও অশান্তি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। গোপন সূত্রে আমরা খবর পেয়েছি, কিছু শক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা করেছে। পোস্টার থেকে প্ররোচনা তৈরি হতে পারে। এদের থেকে সাবধান। পুলিশও যথেষ্ট সতর্ক আছে।’‌


    অন্যদিকে এদিন সাংবাদিক বৈঠক করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। আর সেখানে উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং এডিজি দক্ষিণবঙ্গ সু্প্রতিম সরকার। তাঁরা জানান, গোপন সূত্রে খবর এসেছে, এই দুই ধর্মীয় উৎসবে বাংলাকে অশান্ত করার ছক করছে কিছু সংগঠন। তারা নানারকম উস্কানিমূলক পোস্টার–প্ল্যাকার্ড লাগানোর পরিকল্পনা করছে। তাই এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন। জাভেদ শামিম বলেন, ‘‌সামনে রাজ্যে উৎসবের মরশুম। ইদ আছে, রামনবমী আছে। রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে অশান্তির ছক করছে কিছু গোষ্ঠী। নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে। পুলিশ অত্যন্ত সতর্ক। আপনাদেরও সবাইকে সাবধানে থাকার অনুরোধ করছি। কোনও প্ররোচনা, গুজব শুনে উত্তেজিত হবেন না। পুলিশ ২৪ ঘণ্টা আপনাদের সাহায্য করতে প্রস্তুত। এখানকার পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না। সব রুখে দিতে হবে।’‌

    এছাড়া সাম্প্রদায়িক বিষয়ে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে দুজনের বিরুদ্ধে। তদন্ত শুরু হয়েছে। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের বক্তব্য, ‘‌শ্যামপুরে এমন একটি অশান্তির খবর পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪টি ধারায় মামলা দায়ের হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে কেউ কেউ। রামনবমীকে টার্গেট করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। নিজেরা শান্তিতে থাকুন। অযথা ভয় পাবেন না। তবে কোথাও সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন।’‌ আগামী ১০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব জেলায় সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট না করতেও অনুরোধ করা হয়েছে।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)