মন খারাপ, অবসাদে ডুবে যাচ্ছেন? কোন নম্বরে ফোন করবেন! জানাল কলকাতা পুলিশ
হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
সময় নেই কারোর। সবাই ছুটছেন। প্রচন্ড ব্যস্ততা। প্রিয়জনের মন খারাপ! তাঁর কথা শোনার মতো কেউ নেই। মানসিক অবসাদ গ্রাস করছে ক্রমশ। আর তা থেকে রেহাই দিতে এবার পাশে দাঁড়াচ্ছে কলকাতা পুলিশ। অনেকেই বলছেন অত্যন্ত মানবিক উদ্যোগ।
কলকাতা পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে এনিয়ে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে আছি শুধু একটা ফোন কলের দূরত্বে। কলকাতা পুলিশ সকল সহনাগরিকের মানসিক সুস্থতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আপনার কথা শুনতে, সহায়তা করতে এবং সংকটময় মুহূর্তে পাশে থাকতে সর্বদা প্রস্তুত। যদি আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক অবসাদে ভুগছেন তাহলে অনুগ্রহ করে সাহায্য নেই। লেখা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
আপনি ডায়াল করতে পারেন Tele MANAS হেল্পলাইন নম্বরে। ১৪৪১৬। এই নম্বরে ফোন করতে পারেন। বা সহায়তার জন্য নিকটতম থানায় যান।
কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে কলকাতা পুলিশ আপনার সঙ্গে সবসময়। শহরবাসী অনেকেই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পুলিশ মানেই গম্ভীর চেহারা, দমন পীড়ন করে এমন ধারণা থাকে অনেকেরই। তবে সময়ের সঙ্গে সেই ধারনা ক্রমশ বদলে যাচ্ছে। এবার অত্যন্ত মহতী উদ্যোগ কলকাতা পুলিশের।
শহরবাসীর অনেকের মতে, নানা ক্ষেত্রে দেখা যায় বয়স্ক একাকী মানুষজনের পাশে দাঁড়ায় পুলিশ। অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দেয়। আবার পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেয় পুলিশ। আর এবার একেবারে অবসাদে ডুবে যাওয়া সহনাগরিকের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে কলকাতা পুলিশ।
বাস্তবিকই ইদানিং বহু ক্ষেত্রেই দেখা যায় অবসাদ, মন খারাপ গ্রাস করছে অনেককে। গোটা পরিবার ভেসে যাচ্ছে। কীভাবে সেই অবসাদ থেকে মুক্তি পাবেন মানুষ তা কিছুতেই বুঝতে পারছেন না। পাল ছেঁড়া নৌকার মতো অথৈ সাগরে হাতড়ে বেড়াচ্ছেন মানুষ। একে একে সকলেই পাশ থেকে সরে যাচ্ছেন। আরও একা হয়ে যাচ্ছেন তিনি। অসহায়। একাকীত্ব গ্রাস করছে। আর সেই মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছে কলকাতা পুলিশ। অনেকের কাছেই নতুন আশা বয়ে আনছে এই বার্তা।
তবে শহরবাসীর অনেকের মতে, বিশেষ হেল্পলাইন নম্বরের পাশাপাশি স্থানীয় থানায় যোগাযোগ করার কথাও বলছে পুলিশ। কিন্তু থানা এক্ষেত্রে কতটা সহযোগিতা করবে সেটা নিয়ে একটা সংশয় থেকেই গিয়েছে। তবুও নিরাশ হওয়ার জায়গা নেই। এই উদ্যোগ যদি একজন মানুষকেও আলোর পথ দেখায় সেটাই বা কম কী!