'কী অপরাধ ওখানকার হিন্দুদের, ভেড়ুয়া হয়ে গেছে সব পুলিশগুলো'
হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
মোথাবাড়িতে হিন্দুদের দোকান - বাড়ি ভাঙচুর ও লুঠপাটের অভিযোগে পুলিশের ভূমিকার সমালোচনা করতে গিয়ে ফের একবার বেলাগাম হলেন দিলীপ ঘোষ। পুলিশকে সরাসরি ভেড়ুয়া, কাপুরুষ বলে আক্রমণ করলেন তিনি। তিনি প্রশ্ন তুলেছেন, হিন্দুরা আক্রান্ত হতে পারে বলে বিজেপি সতর্ক করার পরেও কী করে মোথাবাড়ির ঘটনা ঘটল?
এদিন দিলীপবাবু বলেন, ‘বিজেপির কেউ একটা লাইভ করেছে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আর যারা ওখানে বিবৃতি দিচ্ছে তাদের খুঁজে বার করো তোমরা। ওখানকার লোকই ভিডিয়ো করে পাঠাচ্ছে। আর এখন পিঠ বাঁচানোর চেষ্টা হচ্ছে। আমরা বারবার বলছি হিন্দুরা আক্রান্ত হচ্ছে। হিন্দুদের উৎসবে ইট পাটকেল পড়ছে। মারপিট হচ্ছে। কী অপরাধ করেছে ওখানকার হিন্দুরা? উৎসব করেছে, শোভাযাত্রা করেছে। তার পর দিন হাজার হাজার লোক এসে বাড়িঘর ভেঙে, দোকানপাট লুঠ করে থানা পর্যন্ত ভেঙে দিয়েছে।’
এর পরই পুলিশকে বেলাগাম আক্রমণ করেন দিলীপবাবু। বলেন, ‘এই কাপুরুষ পুলিশগুলোর লজ্জা করে না? নিজেদের সম্মান রক্ষা করতে পারো না। মহিলা পুলিশকে সুরক্ষা দেওয়ার জন্য পুরুষ পুলিশ পোস্টিং করেছে। থানায় দুষ্কৃতীরা ঢুকলে লুঙ্গি পরে পাঁচিল টপকে পালিয়ে যাও। টেবিলের তলায়, আলমারির পিছনে লুকাও। আবার অজুহাত দিচ্ছো? তোমাদের মতো অকম্মাগুলো? ভেড়ুয়া হয়ে গেছে সব।’
বুধবার দুপুরে মালদার মোথাবাড়ি বাজারে একটি সংগঠিত ধর্মীয় মিছিল থেকে হিন্দুদের দোকানে ও বাড়িতে হামলা হয়। এই ঘটনায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বিজেপির দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই নির্দোষ। তৃণমূল নেতারা গরিব মুসলিমদের জেলে পুরে আসল অপরাধীদের বাঁচাতে চাইছে।