• ‘আপনি লড়াই করেছেন,জল আনতে গিয়ে পাড়ায় ঝগড়া করেছেন,বাংলার জন্য কী লড়াই করেছেন'
    হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
  • শিল্পের খোঁজে মমতার বিলেত সফরকে চরম কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে টাটাকে রাজ্য থেকে তাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে শিল্পে বাঁজা করে দিয়েছেন বলেও মন্তব্য করেন দিলীপবাবু। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লড়াই করতে ভয় পাই না’ বলে যে মন্তব্য করেছেন তাকেও চরম কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

    রাজ্যে বৃহৎ শিল্পের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ভারতে যারা ব্যবসা করতে চায় তারা কেন পশ্চিমবঙ্গে আসবেন। পশ্চিমবঙ্গের শিল্পপতিরা কতজন গত ১০ বছরে এরাজ্যে বিনিয়োগ করেছেন?’

    নিজেকে লড়াকু নেত্রী বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবিকে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, ‘আপনি লড়াই করেছেন। জল আনতে গিয়ে পাড়ায় ঝগড়া করেছেন। রাস্তায় জিন্দাবাদ বলেছেন। বাংলার জন্য কী লড়াই করেছেন?’

    দিলীপ ঘোষের প্রশ্ন, ‘টাটার কারখানা তুলে দিয়ে কার লাভ হয়েছে? আপনি ক্ষমতায় এসেছেন। তার পরিণাম এখানকার মানুষকে ১৫ বছর ভুগতে হচ্ছে। আর টাটার পরিণতি দেখে সমস্ত শিল্পপতিরা বুঝে গিয়েছেন পশ্চিমবঙ্গ শিল্প স্থাপনের জায়গা নয়। এখানে ধন তো যাবেই, প্রাণও যাবে মানও যাবে। এটা আপনার কৃতিত্ব। পশ্চিমবঙ্গকে আজকে বাঁজা করে দিয়েছেন আপনি। তার পরে বড় বড় কথা বলছেন?’

    এদিন দিলীপবাবু দাবি করেন, রাজ্য সরকার যে কোটি কোটি টাকা খরচ করে বেঙ্গল সামিট করে তার শ্বেতপত্র প্রকাশ করুক সরকার। কত বিনিয়োগ প্রস্তাব এসেছে, কত বিনিয়োগ হয়েছে তা আমাদের জানাক। রাজ্যে যে সংস্থাগুলি রয়েছে তারাও গত ১০ বছরে রাজ্য ছেড়েছে। এখন শুনছি SBIও চলে যাবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)