'এত ছোট মন নিয়ে কেউ কী করে মুখ্যমন্ত্রী হতে পারেন?'
হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
বিদেশে গিয়ে দেশের আর্থিক অগ্রগতি নিয়ে বিরূপ মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অটলবিহারী বাজপেয়ীর বিদেশ সফরের কথা স্মরণ করান। এর পর প্রশ্ন করেন, অত ছোট মন নিয়ে কী করে একজন মুখ্যমন্ত্রী হতে পারেন?
এদিন দিলীপবাবু বলেন, ‘বিদেশে গিয়ে দেশের নিন্দা করেন বলেই ওনাকে কালো পতাকা দেখতে হয়, গো ব্যাক স্লোগান শুনতে হয়। অত ছোট মন নিয়ে কী করে একজন মুখ্যমন্ত্রী হতে পারেন? কমপক্ষে আমাদের দেশের সরকার যে কাজ করছে, কারও নাম করতে হবে না। অন্তত দেশের কথা বলুন। অটলবিহারী বাজপেয়ী দেশের প্রতিনিধি হয়ে বিদেশে গিয়েছেন, তাঁকে কংগ্রেসের সঙ্গে লড়াই নিয়ে প্রশ্ন করা হয়েছে। তিনি বলেছেন, ওটা আমাদের দেশের ব্যাপার। আমরা সামলে নেব। আমি ভারতের প্রতিনিধি হিসাবে এসেছি। ভারত এগোতে চায়। আপনারা সহযোগিতা করুন।’
বলে রাখি, বিলেত সফরে লন্ডনের কেলগ কলেজে এক প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি মনে করি না ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হতে পারবে। নিজের মতের পক্ষে বেশ কয়েকটি যুক্তিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকারি সফরে বিদেশে গিয়ে দেশের আর্থক অগ্রগতি নিয়ে সন্দেহ প্রকাশ করায় ব্যাপক সমালোচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই তালিকায় নাম লেখালেন দিলীপ ঘোষও।