• রামনবমীতে বাংলায় অশান্তির ছক? বাইরে থেকে লোক আনবে BJP? আশঙ্কা ফিরহাদের
    হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
  • রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কি রাজ্যে অশান্তি সৃষ্টি হতে পারে? আশঙ্কার এমনই কথা শুনিয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর, তার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন তিনি।

    সংবাদমাধ্যমে ফিরহাদের যে বক্তব্য সামনে এসেছে, সেই অনুসারে - মন্ত্রী আশঙ্কা করেছেন, রামনবমীতে যাতে পশ্চিমবঙ্গে অশান্তি ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা যেতে পারে, সেই ফন্দিই নাকি করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এমনকী, এর জন্য তারা ভিন রাজ্য থেকে বাংলায় লোক ঢোকাতে পারে বলেও আশঙ্কা করেছেন ফিরহাদ। সেই বহিরাগতরা প্ররোচনা দিয়ে বাংলায় সমস্যা তৈরি করতে পারেন বলেও মনে করছেন তিনি।

    সংবাদ প্রতিদিন.ইন-এ প্রকাশিত এই সংক্রান্ত একটি প্রতিবেদনে ফিরহাদের যে মন্তব্য তুলে ধরা হয়েছে, তাতে তিনি বলেছেন, 'পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যের মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে মুষ্টিমেয় দু-একজন গোলমালের চেষ্টা করেন। তাঁদের চিহ্নিত করতে পারলেই চিন্তা থাকে না।'

    ফিরহাদ আরও জানিয়েছেন, রামনবমীতে রাতভর জেগে থাকেন তিনি। জেগে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

    রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্য়া, ছাব্বিশের নির্বাচনের আগে ফের একবার বাংলায় কট্টর হিন্দুত্ব ও মেরুকরণের রাজনীতিতে ধার দিচ্ছে বিজেপি। সেই কারণেই রামনবমীকে কেন্দ্র করে বেনজির শক্তি প্রদর্শন করতে চায় গেরুয়া শিবির। এই কারণেই রামনবমীতে বাংলায় অস্ত্র হাতে মিছিল করার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মতো নেতারা।

    যদিও ফিরহাদের বক্তব্য হল, 'রামনবমীতে কিছুই হবে না। আমরা বাংলার মানুষ রামকৃষ্ণের যত মত, তত পথ-এ বিশ্বাসী। বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলে না।'

    এদিকে, রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের তরফে বলা হচ্ছে, অস্ত্র হাতে মিছিল করা যাবে না। বিষয়টি নিয়ে আরএসএস-এর পূর্ব ক্ষেত্রের সহ-প্রচার প্রমূখ ড. জিষ্ণু বসুকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে লেখা হয়েছে, 'দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রীতিতে ধর্মাচরণ করা হয়। এটা পরম্পরা। এখন এই রাজ্যে পুলিশ প্রশাসন যদি মনে করে যে রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করা যাবে না, সেটা তাদের সিদ্ধান্ত।'

    যদিও ইতিমধ্য়েই রামনবমী নিয়ে চড়া সুরে কথা বলে চলেছেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীরা। দলীয় কর্মীদের 'প্রস্তুত' থাকার কথা বলছেন দিলীপ ঘোষ। আর, রামনবমীর প্রসঙ্গ উঠতেই শুভেন্দুর দাবি, 'পরিস্থিতি যা তাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হওয়া উচিত। এটা আমার ব‌্যক্তিগত মত'।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)