• স্কুটার কিনতে দিল্লি থেকে সৎ মায়ের টাকা চুরি করে কলকাতায় মাদ্রাসা ছাত্র
    হিন্দুস্তান টাইমস | ২৯ মার্চ ২০২৫
  • স্কুটার কেনার সখ পূরণ করতে সৎ মায়ের টাকা লুঠের অভিযোগ উঠল ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে। বেহালা থানা এলাকা থেকে ওই কিশোরকে আটক করেছে পুলিশ। তার ব্যাগ থেকে ৮৮ হাজার টাকা উদ্ধার হয়েছে। ওই কিশোরকে আটক করে দিদিমার হাতে তুলে দিয়েছে পুলিশ।

    জানা গিয়েছে, ওই কিশোর গার্ডেনরিচে দিদিমার কাছে থাকে। ইকবালপুর এলাকার একটি মাদ্রাসায় পড়াশুনো করে সে। তার মা, সৎ মা ও বাবা দিল্লিতে থাকেন। অল্প বয়সেই মোটর সাইকেলের প্রতি অমোঘ টান তার। সব মোটর সাইকেলের ভালো - মন্দ সব তার ঠোঁটস্থ। বাড়িতে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য আবদারও করেছিল সে। কিন্তু ১২ বছরের ছেলের কথায় কান দেয়নি কেউ।

    জানা গিয়েছে, সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছিল কিশোর। গত ২৫ মার্চ সেখান থেকে কলকাতায় পালিয়ে আসে। শুক্রবার দুপুরে বেহালার একটি বৈদ্যুতিন স্কুটারের শো রুমে চলে যায় সে। সেখানে গিয়ে সে জানায় সে স্কুটার কিনতে চায়। আগাম ৪৪ হাজার টাকা জমা দেয় শো - রুমে। এর পর শো - রুমের কর্মীরা কিশোরের আধার কার্ড হাতে নিয়ে দেখেন তার বয়স মাত্র ১২ বছর। মোটর ভেহিকলস আইন অনুসারে ১৮ বছরের কম বয়সী কাউকে মোটর সাইকেল বা স্কুটার বিক্রি করা যায় না। কিন্তু কিশোর এত টাকা কোথায় পেল তা জানতে চাইলে কোনও সদুত্তর দিতে পারেনি সে।

    এর পর স্থানীয় থানায় খবর দেয় শো - রুম কর্তৃপক্ষ। পুলিশ আধিকারিকরা এসে কিশোরের ব্যাগ তল্লাশি করে দেখেন সেখানে আরও ৮৮ হাজার টাকা রয়েছে। জেরার মুখে কিশোর জানায়, দিল্লিতে সৎ মায়ের টাকা চুরি করে কলকাতা পালিয়ে এসেছে সে। ঘটনার কথা কিশোরের বাবাকে ফোনে জানান পুলিশ আধিকারিকরা। এর পর দিদিমার হাতে কিশোরকে তুলে দেন তাঁরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)