রামনবমী ও ইদের আগে বিভিন্ন মহল থেকে অশান্তি ও গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে জানিয়ে রাজ্যবাসীকে সতর্ক করল রাজ্য পুলিশ। কোনও গুজবে কান না দিতে আবেদন করা হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি, অশান্তির আঁচ পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আর্জিও জানানো হয়েছে।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও কলকাতাবাসীকে এ দিন একটি অনুষ্ঠান থেকে বিশেষ বার্তা দিয়েছেন। মনোজ বলেন, ‘আমরা তৈরি আছি। সব দিকে নজর রাখা হচ্ছে। মানুষকে বলব, সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে সতর্ক থাকুন। গুজবে কান দেবেন না। গুজব ছড়ানো থেকে দূরে থাকুন।’ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ‘মিথ্যা খবর’ ছড়িয়ে দেওয়া হতে পারে সমাজমাধমে, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে শহরবাসীকে।
অন্যদিকে, শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। সুপ্রতিম বলেন, ‘বিভিন্ন জায়গায় এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড লাগানোর কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, শত্রুতার বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের কথাও জানতে পেরেছি, যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হতে পারে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।’
এই পরিস্থিতিতে আগামী দশ দিন বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জাভেদ শামিম বলেন, ‘আমরা পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকতে বলছি। যাতে কোনওরকম অশান্তিমূলক ঘটনা না ঘটে, জনসাধারণকেও সেই ব্যাপারে সচেতন থাকতে হবে। আজকের সমাজমাধ্যমের যুগে একটি গুজব বড় কোনও অশান্তি সৃষ্টি করতে পারে। তা খেয়াল রাখতে হবে।’