• চারু মার্কেট এলাকায় অস্বাভাবিক মৃত্যু যুবকের! ভাড়াবাড়ি থেকে উদ্ধার দেহ, তদন্তে পুলিশ
    আনন্দবাজার | ২৯ মার্চ ২০২৫
  • চারু মার্কেট এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেলে দেশপ্রাণ শাসমল রোডের একটি বাড়ির ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ।

    প্রাথমিক ভাবে জানা গিয়েছে বছর বাইশের ওই যুবকের নাম অবিনাশ বাউড়ি। তাঁর বাড়ি আসানসোলে। লেনিন সরণী এলাকার একটি দোকানে কাজ করতেন তিনি। ভাড়া থাকতেন দেশপ্রাণ শাসমল রোডের একটি ফ্ল্যাটে। শনিবার সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে চাইছে পুলিশ।
  • Link to this news (আনন্দবাজার)