আজকাল ওয়েবডেস্ক: ডেউচা পাঁচামি কয়লাখনি প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে এই প্রকল্পে নিয়োগ ও জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, ২৬ জনকে বিনা জমিতেই চাকরি দেওয়া হয়েছে এবং জমি পাট্টা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এছাড়া, প্রকল্পের কাজের জন্য যে গাছগুলি স্থানান্তর করা হয়েছিল, সেগুলো সব মারা গেছে বলেও অভিযোগ করেন তিনি।
শুভেন্দুর এই অভিযোগের জবাবে বীরভূম জেলা প্রশাসন দ্রুত পাল্টা সাংবাদিক বৈঠক করে। জেলাশাসক বিধান রায় জানান, প্রকল্পের প্রতিটি নিয়োগ ও জমি সংক্রান্ত কাজ সরকারি নিয়ম মেনেই করা হয়েছে। কোনো ধরনের অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। অতিরিক্ত জেলাশাসক বাবুলাল মাহাতো প্রমাণ হিসেবে ছবি দেখিয়ে দাবি করেন, স্থানান্তরিত গাছগুলোর সবই বেঁচে আছে এবং নতুন পাতা গজাচ্ছে।
ডেউচা পাঁচামি প্রকল্প দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিরোধীরা একে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করলেও প্রশাসন বারবার সমস্ত অভিযোগ খারিজ করেছে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, এই বিতর্ক ভবিষ্যতে আরও কতদূর গড়ায়, তা এখন দেখার বিষয়।