মামার বাড়িতে বেড়াতে এসে বিপত্তি, ফ্যানের তারে হাত দিয়েই ছিটকে পড়ল ৬ বছরের শিশু, মর্মান্তিক পরিণতি...
আজকাল | ৩০ মার্চ ২০২৫
মিল্টন সেন, হুগলি: টিবিল ফ্যানের তারে হাত দিয়ে বিপত্তি। মামার বাড়ি বেড়াতে এসে মৃত্যু হল ছোট্ট অরণ্যর। শনিবার বিকেলে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া হুগলির পান্ডুয়ার রোশনা এলাকায়। মৃত শিশুর নাম অরণ্য ভাদুলি(৬)। বাড়ি বর্ধমানের মেমারি থানার অন্তর্গত আলিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ওই শিশু তার মায়ের সঙ্গে পান্ডুয়ায় মামার বাড়ি বেড়াতে আসে। এদিন দুপুরে পুকুরে স্নান করতে যায় মায়ের সঙ্গে। বাড়ি ফিরে এসে দাদার সঙ্গে খেলাধুলা করতে থাকে। ঘরের ভিতর তখন টিভি চলছিল। এমন সময় ফ্যানের তারে হাত দিয়ে হঠাৎ অরণ্য বিদ্যুৎস্পৃষ্ট হয়। তরিঘরি তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এই প্রসঙ্গে স্থানীয় মাধব লোহার বলেন, শিশুটি গতকালই মামার বাড়ি এসেছিল। এদিন মায়ের সঙ্গে স্নান করতে যায়। একাই বাড়ি ফিরে আসে। বাড়িতে টেবিল ফ্যানের তারে কোনও সমস্যা ছিল। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিনি খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচাতে পারেননি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মামার বাড়িতে বেড়াতে এসেছিল ছ'বছরের অরণ্য। সেখানে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয়েছে।