• টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন আয়োজন করছে IncubES 2025 – স্টার্টআপদের জন্য মাইলফলক এক ইভেন্ট...
    আজকাল | ৩০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন (টিআইএনটি) এপ্রিল ১০ থেকে ১২ পর্যন্ত আয়োজন করছে IncubES 2025 – ন্যাশনাল ইনভেস্টর-স্টার্টআপ সামিট। এই সামিটের উদ্দেশ্য হলো উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্পোদ্যোগীদের এক ছাদের নিচে একত্রিত করে স্টার্টআপদের বৃদ্ধির গতি ত্বরান্বিত করা।

    টিআইএনটি-এর বিজনেস ইনকিউবেশন সেলের উদ্যোগে আয়োজিত এই ইভেন্টে স্টার্টআপরা তাদের ব্যবসার মডেলগুলি উন্নত করবে, বিশেষজ্ঞদের পরামর্শ পাবে এবং শীর্ষ বিনিয়োগকারীদের সামনে সরাসরি পিচিং করার সুযোগ পাবে।

    এই তিন দিনের ইভেন্টে স্টার্টআপদের জন্য থাকছে নিবিড় বুটক্যাম্প, বিনিয়োগকারীদের সঙ্গে নেটওয়ার্কিং এবং প্রখ্যাত শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করার সুবর্ণ সুযোগ।

    টেকনো ইন্ডিয়া গ্রুপের ঐতিহ্যের সঙ্গে, টিআইএনটি উদ্ভাবন, উদ্যোক্তা এবং শিল্প-শিক্ষা সংযোগে অগ্রণী ভূমিকা পালন করছে। IncubES 2025-এ অপেক্ষা করছে অসংখ্য গুরুত্বপূর্ণ সেশন এবং বিনিয়োগের সুযোগ, যা নতুন উদ্যোক্তাদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
  • Link to this news (আজকাল)