• কলকাতা পুলিশের জালে দুই মোবাইল ছিনতাইকারী, সিসিটিভি ফুটেজ দেখে পাকড়াও...
    আজকাল | ৩০ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত বুধবার বিকেল প্রায় ৫.২০ মিনিটের ঘটনা। বালিগঞ্জ থানায এলাকার এ সি অ্যাভিনিউ-তে বালিগঞ্জ পোস্ট অফিসের কাছে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন বছর পঞ্চাশের রুমা প্রসাদ। তাঁর বাড়ি সদানন্দ রোডে। অভিযোগ, তখনই  একটি স্কুটিতে থাকা দুই যুবক মহিলার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

    এরপরই বালিগঞ্জ থানায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন রুমা প্রসাদ। হারানো মোবাইল উদ্ধারে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। পাশাপাশি, ডিআরও (দক্ষিণ-পূর্ব বিভাগ) এবং ট্রাফিক কন্ট্রোল রুমের বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করা হয়। তদন্তকারীদের নজরে পড়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর- WB06S 4933)।

    সেই ভিত্তিতেই দুষ্কৃতীদের পরিচয় পায় পুলিশ। শুক্রবার তিলজলা, করেয়া, নারকেলডাঙা ও তপসিয়া থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় দুই ছিনতাইকারীকে। ধৃতরা হল, চামরু খাঁসামা লেনের মহঃ নজির রেজা ও শামসুল হুদা রোডের ফাইজান হুসেন। এরা দু'জনেই করেয়া থানা এলাকার বাসিন্দা। 

    ধৃত মহঃ নজির রেজার থেকে উদ্ধার হয়েছে গোলাপি রঙের আইফোন ১৬ প্লাস। এই মোবাইলটি সে নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে কয়েক দিন আগে ছিনতাই করেছিল। এছাড়া ধৃত ফাইজান হুসেনের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, বালিগঞ্জের ছিলতাইয়ের গটনায় ব্য়বহৃত স্কুটিটিও। 

    শনিবার ধৃত দু'জনকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। 

     
  • Link to this news (আজকাল)