• 'লন্ডনে দেশকে ছোট করেছেন', মমতার নামে জয়শঙ্করের কাছে নালিশ শুভেন্দুর
    আজ তক | ৩০ মার্চ ২০২৫
  • রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর ঘিরে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। বলেন, " উনি ভারতের প্রতিনিধিত্ব করতে গেছেন, না ভারতকে ছোট করতে গেছেন?"

    প্রসঙ্গত গত ২১ মার্চ লন্ডন সফরে যান মমতা। সেখানে নানা কর্মসূচি করেছেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    তিনি বলেন, "আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি।ভারত সরকারের অনুমোদন নিয়ে হাইকমিশনের ব্যবস্থাপনায় উনি যে ভাবে ভারতকে ছোট করেছেন, সাংবাদিক যখন বলছেন ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে। উনি বলছেন, না না, আমি মানি না। উনি ভারতের প্রতিনিধিত্ব করতে গেছেন, না ভারতকে ছোট করতে গেছেন? আমি জয়শংকরজিকে বলেছি এনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে আপনার। আপনি ব্যবস্থা নিন। আর এর পরে আর এনাকে অনুমতি দেবেন না।"

    একই সঙ্গে তিনি বলেন, 'এছাড়া ১৯০ বছরের ব্রিটিশ শাসনকে তিনি দারুণ ভাবে গ্লোরিফাই করেছেন। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল, বিপিন অধিকারী। আমি সেটা মেনে নেব না কি? আমরা মেদিনীপুর তো, আমরা স্বাধীন করে দিয়েছিলাম ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর। আমরা পাঁচ বছর আগে স্বাধীনতা ঘোষণা করেছি। আপনি গিয়ে বললেন, ব্রিটিশরা ১৯০ বছর ধরে অনেক কিছু করে দিয়ে গিয়েছে। দেশ ও জাতীয়তাবাদ বিরোধী বলে দাবি করেন।'
     
  • Link to this news (আজ তক)