• রবিবারও তাপপ্রবাহ? গরম কি ক্রমশ বাড়তে থাকবে? বৃষ্টি কি আদৌ হবে?
    ২৪ ঘন্টা | ৩০ মার্চ ২০২৫
  • অয়ন ঘোষাল: এসে গেল আজ বিকেলের আবহাওয়া। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। কী জানালেন তিনি? শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি পাঁচ জেলায়, রবিবারও চার জেলায় চলবে তাপপ্রবাহ। ১ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। 

    আজ, শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি পাঁচ জেলায়। আগামীকাল, রবিবারও চার জেলায় চলবে তাপপ্রবাহ। 'হট ডে' বা গরম দিনের প্রভাব কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পংয়ে হালকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

    ১ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী তিন চার দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে গরম থেকে আপাতত নিস্তার নেই দক্ষিণবঙ্গে। কারণ, আগামী ৪/৫ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।

    আজ, শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। আগামীকাল রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়।

    উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আজ, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং ও কালিম্পং জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। আগামীকাল দার্জিলিং ও কালীমন্দিরের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

  • Link to this news (২৪ ঘন্টা)