জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'বাড়াবাড়ি করলে মেরে ঘরে ঢুকিয়ে দেব'। অক্সফোর্ড কাণ্ডের এবার কোচবিচারের দিনহাটায়! এসএফআই নেতা কর্মীদের টিএমসিপি নেতার হুমকি, 'আমরা হাট গুটিয়ে নিলে রাস্তায় চলাফেরা করতে পারবেন না'। তোলপাড় রাজ্য রাজনীতি।
দিনহাটার কলেজে টিএমসিপি নেতা আমির আলম বলেন, 'আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই, আমরা যখন মারতে শুরু করব, তখন পশ্চিমবঙ্গের কোথায় খুঁজে পাওয়া যাবে না। খুব সাবধানে, যতটুকু ছাড় দেওয়া হয়েছে, আপনার সেইভাবে চলাফেরা করুন'। সঙ্গে হুঁশিয়ারি, 'যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন, মেরে একদম ঘরে ঢুকিয়ে দেব'।
চুপ করে থাকেনি এসএফআই-ও। সংগঠনের নেতা সৃজন ভট্টাচার্যের পাল্টা হুঁশিয়ারি, 'এটা ২০২৫। এটা খেয়াল রাখবেন, প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন SFI কর্মীর গায়েও হাত ওঠে, তাহলে বাংলাজুড়ে আগুন জ্বলবে। বাংলাজুড়ে SFI কর্মীরা, এই রাজ্যের ছাত্ররা তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে'।
ঘটনাটি ঠিক কী? অক্সফোর্ডের অনুষ্ঠানেও বাংলায় ভোট পরবর্তী হিংসা, আরজি করের ঘটনা, এমনকী টাটা বিদায়ের প্রসঙ্গ। কেলগ কলেজে তখন ভাষণ দেওয়ার সময়ে প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকেও। ঠান্ডা মাথাতেই অবশ্য পরিস্থিতি সামাল দেন তিনি। মমতা বলেন, 'আপনার দলকে আরও শক্তিশালী হতে বলুন। সাম্প্রদায়িক লোকেদের বিরুদ্ধে লড়তে বলুন। আমার সঙ্গে লড়াই করবেন না।' বিক্ষোভকারীদের বার্তা, 'আমাকে অপমান করছেন করুন। দেশকে অপমান করবেন না'।