• নিশানায় তৃণমূলেরই ছাত্র ও যুব সংগঠন! 'ওদের ঘুমিয়ে থাকতে দিন', বিস্ফোরক কল্যাণ...
    ২৪ ঘন্টা | ৩০ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিশানায় এবার দলের ছাত্র ও যুব সংগঠন! 'ওদের ঘুমিয়ে থাকতে দিন। নিজেরা কিছু করতে পারে না'। ফের বিস্ফোরক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

    কল্য়াণ বলেন, আমি আরজি কর থেকে বলে আসছি,  'আমাদের ছাত্র সংগঠন ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। ওকে আর জাগাবেন না। ওরা ঘুমন্ত, ঘুমিয়েই থাক ওরা। ওরাও ঘুমন্ত, যুবও ঘুমন্ত। কী করে জাগাবেন এদের। এরা নিজে থেকে ওকে কিছু করতে পারে না। তাহলে ঘুমোচ্ছে. ঘুমোতে দিন ওদের। ভালো করে ঘুমোক। জাগাবেন না। ঘুমোচ্ছে, ঘুমোক। ভালো করে ঘুমোক'।

    ঘটনাটি ঠিক কী?  অক্সফোর্ডের অনুষ্ঠানেও বাংলায় ভোট পরবর্তী হিংসা, আরজি করের ঘটনা, এমনকী টাটা বিদায়ের প্রসঙ্গ। কেলগ কলেজে তখন ভাষণ দেওয়ার সময়ে প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকেও। রীতিমতো বিক্ষোভ চলল। ঠান্ডা মাথাতেই অবশ্য পরিস্থিতি সামাল দেন মমতা। বলেন, আপনার দলকে আরও শক্তিশালী হতে বলুন। সাম্প্রদায়িক লোকেদের বিরুদ্ধে লড়তে বলুন। আমার সঙ্গে লড়াই করবেন না।' বিক্ষোভকারীদের বার্তা, 'আমাকে অপমান করছেন করুন। দেশকে অপমান করবেন না'।  এই ঘটনায় তৃণমূলেরই ছাত্র ও যুব সংগঠনের ভূমিকা ক্ষোভ প্রকাশ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ।

    বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ, 'ছাত্র যুবদের জন্য অধিনায়ক আছে। কল্যাণবাবুর হাতে বোতল থাকুক আর নাই থাকুক, তিনি সংসদের বোতল ধরেন। তিনি সর্বাধিনায়িকা পক্ষেই আছেন। তিনি যদি ছাত্র-যুব-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে আমার মনে হয়. নতুন করে অধিনায়কের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুললেন'।

  • Link to this news (২৪ ঘন্টা)