• হিট চেম্বারেই দাউদাউ জ্বলে উঠল আগুন! ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার কারখানায়
    প্রতিদিন | ৩০ মার্চ ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: ঢালাই কারখানায় বড়সড় দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল হাওড়ার দাসনগরে। শনিবার দুপুরে দাসনগরের ঢালাই কারখানায় আচমকাই আগুন লেগে যায়। শ্রমিকরা কাজ করাকালীন কারখানার হিট চেম্বারেই দাউদাউ আগুন জ্বলে ওঠে। ভয় পেয়ে দূরে সরে যান শ্রমিকরা। তাই বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়্ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দমকল আধিকারিকরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কারখানা সংলগ্ন এলাকায়।

    ঘড়িতে সময় ঠিক দুপুর ২টো ৩৫। অন্যান্য দিনের মতো শ্রমিকরা সকলে কাজ করছিলেন দাসনগরের ঢালাই কারখানায়। আমচকাই দেখেন, হিট চেম্বারে দাউদাউ করে আগুন জ্বলে উঠল। স্থানীয় এক বাসিন্দার কথায়, ”আমাকে কারখানা থেকে ফোন করা হয়। আমি এখানে এসে দেখি, কারখানার অনেকটা অংশে আগুন ছড়িয়ে পড়েছে। তারপর দমকলে খবর দিই। তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।” আগুনের লেলিহান শিখা বাগে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। বিকেল ৪টে ৪৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কী থেকে আগুন লাগল, তা এখনও অজানা। তবে আগুনে কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তদন্তে নেমেছে দমকল বিভাগ। কারখানায় নিরাপত্তাজনিত নিয়মকানুন ঠিকমতো মানা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

    অন্যদিকে, হাওড়ার বাঁকড়ার এক অভিজাত ক্লাবের পাশের হোগলা বনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে, দুপুর আড়াইটে থেকে ৩ টের মধ্যে শুকনো হোগলা বনে থাকার জন্য আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। পথচলতি মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। আগুন নেভানোর কাজে হাত লাগান ক্লাবের কর্মীরা ও পাড়ার লোকজন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, কেউ বা কারা এই আগুন লাগিয়েছে বলে জানান।
  • Link to this news (প্রতিদিন)