যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদা স্টেশনে চালু হল নয়া গেট, সহজ হবে যাতায়াত
হিন্দুস্তান টাইমস | ৩০ মার্চ ২০২৫
এশিয়ার অন্যতম ব্যস্ততম শিয়ালদা স্টেশনে প্রতিদিন কয়েকলক্ষ যাত্রী যাতায়াত করেন। এবার শিয়ালদা স্টেশনে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আরও একটি গুরুত্বপুর্ণ উদ্যোগ নিল রেল। ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদা স্টেশনে চালু হল আরও একটি নয়া গেট। শিয়ালদা দক্ষিণ স্টেশনে এই নতুন গেটটি চালু করা হয়েছে। এরফলে যাত্রীদের শিয়ালদা স্টেশনে পৌঁছনো আরও সহজ ও সুবিধাজনক হবে। বিশেষ করে বেলেঘাটা রোড, শ্যামবাজার, অথবা সল্টলেক থেকে আসা যাত্রীরা ভিড়ে ভর্তি এপিসি রোড এড়িয়ে সরাসরি ওয়েস্ট ক্যানেল রোড থেকে শিয়ালদা স্টেশনে প্রবেশ করতে পারবেন।
অমৃত ভারত প্রকল্পের আওতায় সাজছে শিয়ালদা স্টেশন। এই উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নবনির্মিত প্রবেশ ও প্রস্থান গেটটি শিয়ালদা স্টেশনে প্রতিদিন ১৫-১৮ লক্ষ যাত্রীকে পরিষেবা প্রদান করবে। শিয়ালদা স্টেশনের ডিআরএম দীপক নিগমের অধীনে দ্রুততার সঙ্গে এই গেটের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দীপক নিগম বলেন, ‘নতুন গেটটি অবশ্যই সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং শিয়ালদা স্টেশনে এই নয়া গেট অত্যাধুনিক এবং যাত্রী সুবিধা স্থানীয় অর্থনীতিকে আরও চাঙ্গা করবে। রেল সূত্রে জানা গিয়েছে, নতুন প্রবেশ ও প্রস্থান গেটের ফলে ব্যস্ত সময়ে বিশেষ করে উৎসবের মরশুমে বিপুল সংখ্যক যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। এরফলে স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না। জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও এই নয়া গেট গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। শুধু তাই নয়, নতুন গেটটি নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অতিরিক্ত নজরদারি এবং মনিটরিং ব্যবস্থা সুযোগ তৈরি হবে।
জানা গিয়েছে, অতি কম সময়ে শিয়ালদা বিভাগের পক্ষ থেকে এই গেটের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। এর নেতৃত্বে ছিলেন দীপক নিগম। উল্লেখ্য, এর আগে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে শিয়ালদা স্টেশন চত্বর থেকে একাধিক অবৈধ দোকান সরিয়ে দিয়েছে রেল। আর এবার নয়া গেট চালু হল।