• কলকাতার পুজোয় এবার থিম ‘মহাকাশ থেকে সুনীতার ফেরা’ কোথায় হবে? আলোতেও মহাকাশ
    হিন্দুস্তান টাইমস | ৩০ মার্চ ২০২৫
  • ফিরে এসেছেন সুনীতা উইলিয়ামস। মহাকাশ থেকে ফের তিনি পৃথিবীতে। আর সেই সুনীতার সাফল্যকে তুলে ধরবে কলকাতার নামকরা পুজো উদ্যোক্তা। দীর্ঘ ৯ মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা। আর সেই সুনীতাই এবার কলকাতার দুর্গাপুজোর থিম।

    টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ারের সজল ঘোষ জানিয়েছেন, পুজো উদ্যোক্তাদের হৃদয়কে স্পর্শ করেছে মহাকাশ। আমরা পরিকল্পনা করেছি দুর্গাপুজোর থিম হিসাবে এই বিষয়টিকে তুলে ধরতে। আমি জানি এই কাজটি খুব চ্যালেঞ্জের। তবে আগামী কয়েক মাসে আমরা এটাকে একটা শেপ দেব। প্রতি বছরই আমরা অন্যরকম কিছু একটা করি।

    ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে তিনি জানিয়েছেন, এই বছর আমরা ভেবেছি ৯ মাস মহাকাশে থেকে সুনীতা উইলিয়ামসের ফিরে আসার বিষয়টি তুলে ধরব। তবে এটা নিয়ে আমাদের প্রচুর খোঁজখবর নিতে হবে। আমরা এনিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলব এটার পুরো আকৃতি দেওয়ার আগে।

    তবে অতীতেও সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক দুর্গা পুজো কমিটি সমসাময়িক কিছু বিষয় নিয়ে দুর্গাপুজোর থিম করে। ১৯৯৯ সালে তারা গাইসাল ট্রেন দুর্ঘটনা করেছিল। ২০২৩ সালে তারাই করেছিল রামমন্দির।আর এবার সুনীতার মহাকাশ থেকে ফেরাকে থিম করবে সেই সন্তোষ মিত্র স্কোয়ার। মোটামুটি থিম হিসাবে এটাকেই বেছে নিয়েছে এই পুজো কমিটি।

    এদিকে কলকাতার একাধিক বড় দুর্গাপুজো কমিটি অবশ্য় তাদের আলোর থিমকে সুনীতার মহাকাশ থেকে ফেরার বিষয় দিয়ে করতে চাইছে।

    আদি বালিগঞ্জ সার্বজনীন, বালিগঞ্জ সার্বজনীন, বাটানগর সার্বজনীন প্যান্ডেলের বাইরে এই থিমের উপর আলোকসজ্জা করতে চাইছে। সেই অনুসারেই তারা আলোকশিল্পীদের সঙ্গে কথা বলছে।

    অন্যদিকে বাংলার আলোর শহর চন্দননগরেও ইতিমধ্য়েই এনিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েক মাস আগেই তারা এনিয়ে প্রস্তুতি নেয়। চন্দনগরের আলোকশিল্পীরা প্রতি বছরই সমসাময়ির নানা থিমকে আলোর মাধ্য়মে তুলে আনে।

    এবার হাতে গরম থিম অবশ্য়ই সুনীতা উইলিয়ামস। ফিরে এসেছেন তিনি। ৯ মাস মহাকাশে কাটিয়ে ফিরেছেন তিনি। কীভাবে দিন কাটাতেন মহাকাশে, কীভাবে গেলেন, কীভাবে ফিরলেন সবটাই তুলে ধরা হতে পারে দুর্গাপুজোর থিমের মাধ্যমে। মূলত যেভাবে ফিরে এসেছেন সুনীতা সেটাই আলোর মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছেন আলোক শিল্পীরা। কয়েক মাসের মধ্য়েই তার স্কেচ তৈরি হবে। তারপর হবে এলইডির জাদু।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)