গত বছর থেকে নিউ টাউনে পরিষ্কার হয়েছে ৫২ কিমি খাল, ডেঙ্গি কমেছে ৯০ শতাংশ
হিন্দুস্তান টাইমস | ৩০ মার্চ ২০২৫
গরম পড়তেই মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আর তার সঙ্গেই ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের আশঙ্কা থাকছে। তাই মশার বংশবৃদ্ধি রোধে এক বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে চালাচ্ছে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ ।
গত বছরের জুলাই থেকে এই অভিযানের অংশ হিসেবে এনকেডিএ নিউটাউন এলাকা বরাবর ২০টিরও বেশি খাল এবং নিকাশি নালা পরিষ্কার করেছে। এর আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৫২ কিলোমিটার। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিয়মিত সময় পর পর এই খালগুলি পরিষ্কার করা হচ্ছে। এর আগেও এই পদক্ষেপের ফলে গত বছর নিউ টাউনে ডেঙ্গির প্রকোপ উল্লেখযোগ্যভাবে ৯০ শতাংশ কমে গিয়েছিল। গত বছর নিউ টাউনে মাত্র ৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। একজন আধিকারিক জানিয়েছেন, চলতি বছরে এই পরিষ্কার অভিযান মে এবং সেপ্টেম্বরে ও পরে আবার আগামী বছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিল। উল্লেখ্য, ২০২৩ সালে নিউ টাউনে ৩৪৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল। সেই জায়গায় গত বছর সংখ্যাটি ব্যাপকভাবে কমে গিয়েছিল। শুধু তাই নয়, এই পরিষ্কার অভিযান বর্ষাকালেও জল জমা রোধে সাহায্য করবে বলে জানানো হয়েছে।
এনকেডিএ-র আধিকারিকরা জানান, অ্যাকশন এরিয়া ২, ৩ এবং ৩-তে নিউ টাউন এলাকায় ১৯টি ড্রেনেজ খাল রয়েছে। এই খালগুলি নিউ টাউনের ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করেছে। তবে মশার প্রজনন ক্ষেত্রও হয়ে উঠেছে। এই খালগুলি পরিষ্কার করার কাজ শুরু হয়েছিল গত বছরের জুলাই মাসে। আর মাত্র কিছু অংশ বাকি আছে। তা শেষ হয়ে গেলেই খাল থেকে পলি তোলা হবে।
এর পাশাপাশি খালের কিছু অংশ কংক্রিটের কাঠামো দিয়ে ঢেকে দেওয়ার কাজও শুরু করেছে। এই ঢাকনা খালগুলিকে পরিষ্কার রাখতে, বর্জ্য জমা কমাতে ব্যবহার করা হবে। এরফলে মশার প্রজনন উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করবে। অন্যদিকে, খালগুলিকে পরিষ্কার রাখার এবং মশার বংশবৃদ্ধি রোধ করার উপরও জোর দেওয়া হচ্ছে।
অন্যদিকে, গরম পড়তেই ডেঙ্গি রুখতে রাজ্য শিক্ষা দফতর স্কুলগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে। নির্দেশিকায় স্কুলে পরিচ্ছন্নতার ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্কুল যাতে পরিচ্ছন্ন থাকে সেদিকে নিয়মিত নজর রাখতে হবে। সাফাইকর্মীদের দিয়ে স্কুল চত্বরে চৌবাচ্চা বা জলের ট্যাঙ্ক থাকলে তা নিয়মিত পরিষ্কার করাতে হবে।