ইঁদুরের উৎপাতে বন্ধ হয়েছিল, মেরামতের পর খুলছে কলকাতার একমাত্র ট্রাম মিউজিয়াম
হিন্দুস্তান টাইমস | ৩০ মার্চ ২০২৫
রক্ষণাবেক্ষণের কাজের জন্য চলতি মাসের প্রথম দিকে বন্ধ করে দেওয়া হয়েছিল এসপ্লেনেডে অবস্থিত একমাত্র ট্রাম মিউজিয়াম। নতুন সাজে খুলতে চলেছে সংগ্রহশালাটি। মূলত ইঁদুরের উপদ্রবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল সংগ্রহশালার আলো ব্যবস্থা থেকে শুরু করে এসি। এছাড়াও, সংগ্রহশালার কিছু অংশ মেরামতের প্রয়োজন ছিল। সেই কাজ শেষ হতেই সংগ্রহশালাটি খোলার উদ্যোগ নিয়েছে পরিবহণ নিগম।
সূত্রের খবর, যে ট্রামটিকে সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়েছে সেটি তৈরি হয়েছিল ১৯৩৮ সালে। ২০১৩ সালে ‘ব্যোমকেশ বক্সি’ সিনেমার শুটিংও হয়েছিল এই ট্রামে। পরের বছর ২০১৪ সালে এই ট্রামকে সংগ্রহশালা হিসেবে রূপান্তরিত করে উদ্বোধন করে পরিবহণ নিগম। এই সংগ্রহশালা বা স্মরণিকায় রয়েছে ট্রামের বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, কর্মীদের উর্দি, টুপি, ব্যাজ থেকে শুরু করে আছে পুরনো দৈনিক ও মাসিক টিকিট। এছাড়াও, ফুটিয়ে তোলা হয়েছে ট্রামের বিবর্তন। প্রাচীন ঘোড়ায় টানা ট্রাম থেকে শুরু করে সর্বাধুনিক এসি ট্রামের বিবর্তন ফুটিয়ে তোলা হয়েছে এই সংগ্রহশালায়।
পরিবহণ নিগম সূত্রের খবর, এই সংগ্রহশালায় দৈনিক ৫০ থেকে ৬০ জন দর্শক আসতেন। সর্বোচ্চ দশক হয়েছিল ২০১৮ সালে। প্রথমে সংগ্রহশালায় দর্শকদের জন্য প্রবেশ মূল্য ছিল ১০ টাকা। পরে ২০২১ সালে তা বাড়িয়ে করা হয় ২০ টাকা। এছাড়াও, দর্শকদের সুবিধার্থে এই সংগ্রহশালার ভিতরেই রয়েছে একটি ক্যাফেটারিয়া। সেখানে দর্শকরা চা-কফি থেকে শুরু করে অন্যান্য ধরনের কিছু খাবার কিনতে পারেন।
পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, ইঁদুরের উৎপাতের কারণে এই মিউজিয়ামের আলো ভাল ব্যবস্থা থেকে শুরু করে এসি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিভিন্ন জায়গায় তার কেটে দিয়েছিল ইঁদুর। এসির তারও কেটে দিয়েছিল। তাছাড়া কাঠের তৈরি ট্রামের শেডও ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সবকিছু মেরামতের জন্য গত ৭ মার্চ সংগ্রহশালাটি বন্ধ করে দিয়েছিল নিগম। ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রতি সপ্তাহে ওষুধ দিয়ে যাচ্ছে। সূত্রের খবর, আজ থেকে এই সংগ্রহশালা খোলার কথা রয়েছে।