শিশুদের আপত্তিকর ভিডিয়ো আপলোড, ফেসবুক থেকে তথ্য পেল কলকাতা পুলিশ, ধৃত ১
হিন্দুস্তান টাইমস | ৩০ মার্চ ২০২৫
কলকাতা থেকে সোশ্যাল মিডিয়ায় শিশু পর্নোগ্রাফি আপলোড করার অভিযোগ। ফেসবুকের কাছ থেকে তথ্য পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। নারকেলডাঙা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এর সঙ্গে বৃহত্তর চক্র জড়িত আছে। ফলে আরও কারা জড়িত তা জানতে ঘটনার বিস্তারিত তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ।
সূত্রের খবর, শিশুদের আপত্তিকর ভিডিয়ো সম্পর্কে কলকাতা পুলিশের কাছে প্রাথমিক তথ্য আসে সরাসরি ফেসবুক থেকে। ফেসবুকের সঙ্গে যুক্ত শিশু পর্নোগ্রাফির বিরুদ্ধে কাজ করা একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এই সংক্রান্ত ভিডিয়ো আপলোড করার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে জানতে পারে সেটি বাংলায় অবস্থিত। তাদের তরফে প্রথমে সিআইডিকে বিষয়টি জানানো হয়। পরে সিআইডি লালবাজারকে সতর্ক করে। যদিও লালবাজারের দাবি, তারা সরাসরি ফেসবুক থেকে তথ্য পেয়েছিল। সেই তথ্য পেয়ে তদন্তে নেমে নারকেলডাঙা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
সাধারণত আইন অনুযায়ী, মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, ট্যাব বা যেকোনও ইলেকট্রনিক ডিভাইসে শিশুদের পর্নোগ্রাফি রাখা শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মোবাইল ফোন থেকে এইসব ভিডিয়ো পাওয়া গিয়েছে। একটি ভিডিয়োয় এক নাবালিকাকে বিবস্ত্র করতে দেখা গিয়েছে। মোবাইল বাজেয়াপ্ত করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এই ধরনের ভিডিয়ো তৈরির সঙ্গে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। গোটা ঘটনায় আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নাবালিকা শহরের বাসিন্দা হতে পারে। ধৃতকে ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছে। বিচারক তার ৪ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এছাড়াও, বিচারক শিশুর জবানবন্দি রেকর্ড করার জন্য অনুমতি পুলিশকে দিয়েছেন। সাইবার সেলের অনুমান, এর সঙ্গে বৃহত্তর চক্র যুক্ত থাকতে পারে। আরও বিস্তারিত তদন্ত করার জন্য একটি সিট গঠন করেছে পুলিশ। এছাড়াও সাইবার বিশেষজ্ঞদের সঙ্গেও যোগাযোগ করেছে।