• ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান পদে থাকতে চান না অনন্তদেব অধিকারী
    বর্তমান | ৩০ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: আর কিছুদিন! ময়নাগুড়ি পুরসভার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সঙ্গে সঙ্গেই আমি চেয়ারম্যানের পদ থেকে সরে যাব। শনিবার রাতে এমনটাই জানালেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের অনন্তদেব অধিকারী। 

    উল্লেখ্য, কিছুদিন ধরেই ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক দলীয় কাউন্সিলার সরব হয়েছেন। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মুখ খোলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী। শুক্রবার আবার ময়নাগুড়িতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাস্টবিন ভাড়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। পুরসভার চেয়ারম্যানকে অনুষ্ঠানে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি বলে তাঁর অভিযোগ। চেয়ারম্যান শনিবার রাতে পরিষ্কার বলেন, যা ইচ্ছে শুরু হয়েছে ময়নাগুড়ি পুরসভায়। আমি সরে যাব। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    এদিকে শনিবার রাতে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষ থেকে সুপ্রিয় দাস বলেন, চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। জানি না তিনি কেন এই কথা বলছেন। চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই কারণে যাইনি। এছাড়া পুরসভায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ময়নাগুড়ি পুরসভার নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্যন্ত রয়েছি। এরপর পদ ছেড়ে দেব। আমার আত্মসম্মান বলতে কিছু রয়েছে। নোংরা রাজনীতি করতে আমি ইচ্ছুক নই। এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, কী কারণে তাঁর অভিমান হয়েছে, সেটা আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে।

    ময়নাগুড়ির এক তৃণমূল নেতা অপু রাউত বলেন, অনন্তদেব অধিকারী ময়নাগুড়ির সবচেয়ে অভিজ্ঞ নেতা। তাঁর বিরুদ্ধে কোনও কেলেঙ্কারির অভিযোগ নেই। কী কারণে তাঁর ক্ষোভ সেটা দলের শীর্ষ স্তরে জানানো উচিত। তিনি এক সময় আরএসপি’র বিধায়ক ছিলেন। পরবর্তীতে তৃণমূলে এসে বিধায়ক হয়েছিলেন। তিনি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ।
  • Link to this news (বর্তমান)