সংবাদদাতা, আলিপুরদুয়ার: পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার চিকিত্সক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ডাঃ নরেন্দ্রনাথ বসাক। ৭০ বছর বয়সী এই চিকিত্সক মাদারিহাটের গোপালপুর চা বাগানের হাসপাতালে কর্মরত। অবসর নিলেও বাগান কর্তৃপক্ষ ওই চিকিৎসককে কাজে বহাল রেখেছিল। পরিচারিকার বাড়ির লোকজন লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার গভীর রাতে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিস। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বাগানে। চিকিত্সকের এহেন কাণ্ডে নিন্দার ঝড় উঠেছে।
পুলিস ও চা বাগান সূত্রে জানা গিয়েছে, ২৩-২৪ বছরের ওই পরিচারিকা অভিযুক্ত চিকিৎসকের বাড়িতে অনেকবছর ধরে কাজ করতেন। তাঁর অভিযোগ, রান্নার সময় ওই চিকিৎসক নানা অছিলায় পরিচারিকার শ্লীলতাহানি করতেন। কিন্তু লোকলজ্জায় ওই পরিচারিকা এতদিন বিষয়টি কাউকে জানাননি। গত বৃহস্পতিবার শ্লীলতাহানির ঘটনা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছলে পরিচারিকা বিষয়টি বাগান কর্তৃপক্ষের গোচরে আনেন। তারপরই বিষয়টি জানাজানি হয়। শুক্রবার বাগান কর্তৃপক্ষ এনিয়ে শ্রমিক সংগঠনগুলি ও পরিচারিকাকে নিয়ে জরুরী বৈঠক ডাকেন। কিন্তু বৈঠকের আগেই অভিযুক্ত চিকিৎসককে উত্তমমধ্যম দেয় উত্তেজিত জনতা। স্থানীয়দের মারধরে জখম হয় অভিযুক্ত। পরে পুলিস গিয়ে চিকিৎসককে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা হয় অভিযুক্ত চিকিৎসকের। এরপর পরিচারিকার বাড়ির লোকজনের থেকে লিখিত অভিযোগ পেয়ে পুলিস শুক্রবার গভীর রাতে ওই চিকিৎককে গ্রেপ্তার করে।