আজ শুরু মালদহ ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ সম্মেলন
বর্তমান | ৩০ মার্চ ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইভেন্ট ম্যানেজমেন্টের ছোঁয়ায় প্যান্ডেল শিল্প নতুন রূপ পাচ্ছে। বাঁশ, কাঠ, কাপড়ের সঙ্গে যুক্ত হয়েছে ফুলের কারুকার্য, আলোর খেলা। মালদহের প্যান্ডেল শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন প্রায় চার লক্ষ মানুষ ও তাঁদের পরিবার। প্রায় ছ’শো সংগঠনকে নিয়ে আজ, রবিবার শুরু হচ্ছে মালদহ ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ সম্মেলন। প্যান্ডেলের পাশাপাশি ইলেক্ট্রিক্যাল, ফুল, মাইক ব্যবসায়ী মিলিয়ে শুধুমাত্র মালদহ জেলাতেই প্রায় চার লক্ষ মানুষের কর্মসংস্থান ঘটেছে। তাঁদের স্বার্থেই এই সম্মেলন বলে সংগঠন জানিয়েছে।
রাজ্য ডেকরেটর্স সমন্বয় সমিতির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ ঘোষ বলেন, আমাদের সংগঠনের বিভিন্ন দাবিদাওয়া আছে। প্যান্ডেলের ব্যবসা আধুনিক হচ্ছে। ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফুল ব্যবসায়ী-প্রত্যেকেই আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত। কিন্তু ব্যবসা করার টেকনিক হারিয়ে যাচ্ছে। সেজন্য এই সম্মেলনের মাধ্যমে কর্মশালা করে ব্যবসায়ীদের একটা বার্তা দিতে চাই। এর লক্ষ্য হলো আমাদের প্যান্ডেল শিল্পের মর্যাদা বাড়ানো। সরকারও যেন আমাদের সেভাবে স্বীকৃতি দেয়।
মালদহের প্যান্ডেল, ফুল ব্যবসায়ী থেকে শুরু করে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ধরে প্রায় ছ’শো সংগঠন রয়েছে। প্রত্যেকটি সংগঠনকে নিয়ে রবিবার থেকে সম্মেলন হবে।
রাজ্য সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সরকারের কথায়, ষষ্ঠ সম্মেলন থেকে আমরা বেশকিছু কথা সরকারের কাছে তুলে ধরতে চাই। আমরা যে সরকারি কাজ করি, তাতে প্রচুর বকেয়া থেকে যাচ্ছে। যে কোনও নির্বাচনের সময় কোটি কোটি টাকার কাজ হয়। তার অনেকটাই আমাদের বকেয়া পড়ে আছে। সম্মেলনের মাধ্যমে আমরা সেই দাবি তুলে ধরব। নিজস্ব চিত্র