চাকরির দিশা দেখাতে পড়ুয়াদের একাধিক পরামর্শ জেলাশাসকের
বর্তমান | ৩০ মার্চ ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: কেরিয়ার কাউন্সেলিংয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ডে পরামর্শ দিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। জেলা হেড কোয়ার্টারের পর এবারে গঙ্গারামপুর মহকুমার স্কুলে কেরিয়ার কাউন্সেলিংয়ে পড়ুয়াদের সচেতন করলেন প্রশাসনের আধিকারিকরা।
এদিন বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে কেরিয়ার কাউন্সেলিং নিয়ে পরামর্শদান অনুষ্ঠান হয়। মহকুমার গঙ্গারামপুর, কুশমণ্ডি, হরিরামপুর, বংশীহারি ব্লকের নবম এবং দ্বাদশের পড়ুয়ারা উপস্থিত ছিল। পড়ুয়ারা নিজেদের কেরিয়ার কোন পথে নিয়ে যাবে, সেবিষয়ে নানা পরামর্শ দেন আধিকারিকরা। কোন বিষয়ে কোথায় পড়াশোনার সুযোগ রয়েছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেন জেলার বিভিন্ন দপ্তরের অভিজ্ঞ আধিকারিকরা।
এদিন অনুষ্ঠানে ছিল গঙ্গারামপুর কাদিহাট বেলবাড়ি হাইস্কুলের দ্বাদশের ছাত্রী তুষার সাহা। সে সিভিল সার্ভিস পরীক্ষার বিষয়ে প্রশ্ন করে জেলাশাসক ও গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লার কাছে। জানতে চায় সিভিল সার্ভিস পরীক্ষায় সাফলের মন্ত্র।
কুশমণ্ডি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ফাহাদ আহমেদ প্রশ্ন করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কোথায় কোথায় কাজের সুযোগ রয়েছে। ফাহাদের কৌতূহল মেটান জেলাশাসক। পেশাদার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে কী কী বিষয়ে নজর দিতে হবে সেবিষয়ে বিশদে আলোচনা করেন ডিএম। সিভিল সার্ভিসে আসার আগে জেলাশাসক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ৫ বছর চাকরি করেছেন। জেলাশাসক মহকুমার পড়ুয়াদের একাধিক কর্মমুখী কোর্সের উপর সচেতন করেন।
জেলাশাসক বলেন, আগামী ১০ বছরের মধ্যে সাইকোলজি বিষয়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যারা এই ফিল্ডে আসতে চায়, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পড়ুয়াদের সঠিক দিশা দেখাতে আগামীতে এই ধরনের অনুষ্ঠান জেলাজুড়ে করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
ডিএম ও অন্য আধিকারিকদের পরামর্শ পেয়ে ইউপিএসসি নিয়ে ভয় কেটেছে গঙ্গারামপুর কাদিহাট বেলবাড়ি স্কুলের ছাত্র তুষার সাহার। সে বলে, ইউপিএসসি নিয়ে একটা ভয় ছিল। এই পরীক্ষার জন্য কেমন প্রস্তুতি প্রয়োজন, সেটার ধারণা পেলাম।