• পাঁচ বছর আগে গার্ডওয়াল ভেঙে পুকুরে, ধস নেমে রাস্তা বিপজ্জনক
    বর্তমান | ৩০ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পাঁচ বছর আগে গার্ডওয়াল ভেঙে পড়ে পুকুরে। সংস্কার না হওয়ায় এবার রাস্তাও ধসে যাচ্ছে। ভাঙতে ভাঙতে সংকীর্ণ হয়ে গিয়েছে যাতায়াতের পথ। পরিস্থিতি এতটাই খারাপ যে গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকলের ইঞ্জিন ঢুকতে চরম সমস্যা হয়। রাস্তা পারাপারের সময় মাঝেমধ্যে ঘটছে ছোট, বড় দুর্ঘটনা। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পুনরায় গার্ডওয়ালের দাবি তুলেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গিধিনপুকুর গ্রামে পাঁচ বছর আগে পঞ্চায়েত থেকে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে রাস্তার ধারে পুকুরে নির্মিত হয় গার্ডওয়াল। সেই কাজ শেষ হওয়ার তিন মাসের মধ্যে গার্ডওয়াল ভেঙে পুকুরে পড়ে যায়। এনিয়ে সেই সময় স্থানীয়রা হরিশ্চন্দ্রপুর-১ ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছিলেন বাসিন্দারা। তারপর পাঁচ বছর কেটে গেলেও হাজার আবেদন, নিবেদনেও গার্ডওয়াল আর হয়নি। স্থানীয় বাসিন্দা সাহাবাজ আলম বলেন, এই রাস্তা দিয়ে পেমা, ভক্তিপুর, মল্লিকপুর, চয়নপুর, বিদ্যানন্দপুর, রন্থল সহ প্রায় ১০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। নিম্নমানের সামগ্রী দিয়ে গার্ডওয়াল নির্মাণ করা হয়েছিল বলেই তিন মাসের মধ্যে ভেঙে যায়। ইটও চুরি হয়ে গিয়েছে। সংকীর্ণ রাস্তা দিয়ে চারচাকা, অ্যাম্বুলেন্স ও দমকল ঢুকতে পারে না গ্রামে। রাতে সাইকেল ও বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েই ঘটছে দুর্ঘটনা। বাসিন্দাদের দাবি, তাঁরা কয়েকবার পঞ্চায়েত প্রধান ও বিডিওকে সংস্কার করার জন্য আবেদন জানিয়েছিলেন। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য গুলনার বেগম বলেন, আমার বাড়ির পাশেই রাস্তার করুণ অবস্থা। পঞ্চায়েত থেকে টাকা খরচ করে গার্ডওয়াল নির্মাণ সম্ভব নয়। এতো ফান্ড নেই আমাদের। বরুই গ্রাম পঞ্চায়েত প্রধান রাজীব খানের কথায়, ২০২৫-’২৬ সালের কাজের জন্য অ্যাকশন প্ল্যান চূড়ান্ত হয়ে গিয়েছে। এবছর আর করা সম্ভব হবে না। সামনের বছর স্থানীয় পঞ্চায়েত সদস্য অ্যাকশন প্ল্যানে গার্ডওয়ালটি ধরলে সমস্যার সমাধান করা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)