• সড়ক পথ নিরাপত্তা বৈঠক গাজোলে
    বর্তমান | ৩০ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলের বিভিন্ন জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে যান নিয়ন্ত্রণ নিয়ে বৈঠক করল পুলিস ও প্রশাসন। উত্সবের সময় হেলমেট ছাড়া বেপরোয়া বাইক চালানোর অভিযোগ ওঠে। সেজন্য শনিবার দুপুরে গাজোল ব্লক প্রশাসন এবং পুলিস বৈঠক করেছে। বাইকের দাপট নিয়ে খোদ বিডিও সুদীপ্ত বিশ্বাস উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি আশীষ কুন্ডু, জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু, গাজোল-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী সহ অন্যরা। এছাড়াও সেখানে ১৫ টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন উৎসব কমিটির সদস্যরা অংশ নেন। তাঁরা বৈঠকে স্থানীয় প্রশাসনের আধিকারিকদের আলো সহ বিভিন্ন সমস্যার কথা জানান। 

    বাইক নিয়ন্ত্রণ নিয়ে পুলিসের পদস্থ আধিকারিকদের সতর্ক থাকার অনুরোধ করেন বিডিও। পাশাপাশি বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে পরামর্শ দেন। বিডিও বলেন, আমাদের এলাকায় উৎসব কমিটিগুলিকে একাধিক বার্তা দেওয়া হয়েছে। রাস্তাঘাটে বাইকের দৌরাত্ম্য খুব বেড়েছে। হেলমেট ছাড়াই অনেকে দ্রুতগতিতে বাইক চালাচ্ছে। আবার অনেকে নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালায়। আমরা চাই না বিষাদে পরিণত হোক উৎসব। দুর্ঘটনার প্রবণতা কমাতে সচেতন করা হয়েছে।

    গাজোল থানার পুলিস জানিয়েছে, এলাকায় তিনটি সড়ক রয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটেছে। জীবনহানি আটকাতে অভিভাবকদের নজরদারি করতে হবে। 

    এদিন বৈঠকে ছিলেন মদিপুকুর থেকে আসা গোপাল মাহাতো। তিনি বলেন, বিডিও এবং পুলিসের পরামর্শ শুনেছি। ভালো উদ্যোগ। আমাদের এলাকায় বাতিস্তম্ভ দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় আলোর সমস্যা রয়েছে। বিষয়টি প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)