• মহিলার গলা কেটে নৃশংস খুন
    বর্তমান | ৩০ মার্চ ২০২৫
  • সংবাদদাতা, ইসলামপুর: মহিলার গলার নলি কেটে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন প্রেমিক। শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পালাসার সোনাপুর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে নলি কেটে খুন হওয়া ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃত মীরা সিংহ (৩৬) পালাসার বাসিন্দা। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত জয়দেব রায়কে গ্রেপ্তার করেছে।

    স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে দু’কিলোমিটার দূরে সোনাপুর থেকে মহিলার দেহটির হদিশ মেলে। ঘটনাস্থলের চারিদিকে ভুট্টার খেত। মাঝখানে এক টুকরো জমিতে শিশুগাছের বাগান। সেখানেই মীরাকে খুন করে ফেলে রাখা হয়। স্থানীয় লোকজন শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ভুট্টার জমিতে সেচ দিতে গিয়ে প্রথম দেখতে পান দেহটিকে। এরপর পুলিস এসে দেহটিকে উদ্ধার করে। খুনের আগে মহিলাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে বলেও স্থানীয়দের ধারণা। ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস বলেন, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই তদন্ত করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

    পরিবার সূত্রে খবর, মৃত মহিলার সঙ্গে ধৃত যুবকের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। কিন্তু মীরার পরিবার অন্য জায়গায় তাঁর বিয়ে দিয়ে দেয়। কিন্তু পিছু ছাড়েনি পুরনো প্রেমিক। বিয়ের কিছুদিন পর মীরার শ্বশুরবাড়িতে বিষয়টি জানাজানি হতেই পরিবারে অশান্তি শুরু হয়। সেই কারণেই বিয়ের পর গর্ভবতী থাকাকালীন মীরা বিবাহবিচ্ছেদ নেন। এরপর থেকে মীরা পালাসা গ্রামে মায়ের কাছেই থাকতেন। গোরু, ছাগল পালনের পাশাপাশি কৃষিজমিতে শ্রমিকের কাজও করতেন তিনি। তাঁর ছেলেও কিশোর অবস্থাতেই ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে। শুক্রবার রাতে রান্না, খাওয়াদাওয়ার পর থেকেই মীরা ঘরে ছিলেন না। সকালে তাঁর দেহ উদ্ধার হতেই শোরগোল শুরু হয়ে যায়।

    মৃতার মাসি দুর্বতি সিংহ বলেন, জয়দেবের সঙ্গে বিয়ের আগে থেকে এখনও পর্যন্ত ভালবাসার সম্পর্কই ছিল মীরার। জয়দেব বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বলেই মীরা বিবাহবিচ্ছেদে রাজি হয়েছিল। কিন্তু পরে জয়দেব অন্য জায়গায় বিয়ে করে। তারপরও তাদের সম্পর্ক ছিল। মীরার কাছ থেকে মাঝেমধ্যে টাকা চাইত জয়দেব। গোরু, ছাগল, বাড়ির ধান বিক্রি করেও জয়দেবকে টাকা দিয়েছে মীরা। তবে অভাবের সংসারে কতদিন টাকা দিতে পারবে? এবার হয়তো টাকা দেয়নি বলে সেই রাগে খুন করেছে জয়দেব। মৃতার মা বাসন্তী সিংহের অভিযোগ, শুক্রবার রাত ৯ টা নাগাদ জয়দেবের ফোন পেয়েই মীরা বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্ত রাতে আর ফেরেনি।
  • Link to this news (বর্তমান)