• পেঁয়াজের মধ্যে সিমকার্ড রেখে জেলে পাচারের চেষ্টা, ধৃত মহিলা
    বর্তমান | ৩০ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পেঁয়াজের মধ্যে সিমকার্ড রেখে তা জেলের ভিতরে পাচারের চেষ্টা! অভিনব কায়দায় কৃষ্ণনগর সংশোধনাগারে সিম পাচার করতে গিয়ে ধরা পড়ল এক মহিলা। শুক্রবার কোতোয়ালি থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতের নাম শারমিমা বিবি। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক ধৃতের তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।‌ ওই মহিলার কাছ থেকে ১৩টি সিমকার্ড বাজেয়াপ্ত হয়েছে।‌

    পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলা তার স্বামীকে দেওয়ার জন্যই সিমগুলি সংশোধনাগারে নিয়ে আসে। তবে এতগুলি সিমকার্ড কেন সংশোধনাগারে আনা হচ্ছিল, সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পুলিস প্রশাসনের। কৃষ্ণনগর পুলিস জেলার ডিএসপি শিল্পী পাল বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। সংশোধনাগারে ১৩টি সিম ঢোকানোর সময় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিসি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার স্বামী মাদক মামলায় বিগত আড়াই বছর ধরে কৃষ্ণনগর সংশোধনাগারে বন্দি রয়েছে। তার নাম মনিরুল শেখ। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়ায়। সে জেলে বসেই শাগরেদদের নিয়ে সিন্ডিকেট বানিয়েছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই সিমগুলি সে বাকি শাগরেদদের দেওয়ার জন্য আনাচ্ছিল। পাশাপাশি, জেলে বসে মাদক চক্র চালানোর যোগ থাকতে পারে বলেও সন্দেহ গোয়েন্দাদের। জানা গিয়েছে, গত শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্বামীকে ইফতারের খাবার দিতে শারমিমা বিবি সংশোধনাগারে আসে। সে প্রথমে কাচের ঘরে স্বামীর সঙ্গে দেখা করে। তারপর গেটের সামনে এসে স্বামীকে খাবার দেয়। খাবার পরীক্ষা করতে গিয়ে সংশোধনাগারের কর্মীরা লক্ষ্য করেন, কাটা পেঁয়াজগুলি অস্বাভাবিকভাবে রয়েছে। তৎক্ষণাৎ পেঁয়াজগুলি পরীক্ষা করা হয়। দেখা যায়, পেঁয়াজের ভিতরে ১৩টি সিমকার্ড রয়েছে। স্বামীর আবদারেই সিমগুলি আনা হয়েছিল বলে দাবি করে ওই 

    মহিলা। তারপর সংশোধনাগারের কর্মীরা ওই মহিলাকে কোতোয়ালি থানার পুলিসের হাতে তুলে দেয়। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)