নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ঈদ উৎসবে মাতোয়ারা শিল্পাঞ্চল। আসানসোল থেকে দুর্গাপুর—ঈদের বাজার জমজমাট। সামনের সপ্তাহেই আবার রামনবমী। তারপর হনুমান জয়ন্তি। তারও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক উতরে দিতে সতর্ক পুলিস-প্রশাসন। রেড অ্যালার্ট জারি করেছে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেট। অতি সক্রিয় গোয়েন্দা বিভাগও। কড়া নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর। প্ররোচনমূলক পোস্ট দেখলেই কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহভাজনদের গতিবিধিতে চলছে কঠোর নজরদারি। শুরু হয়েছে নাকা চেকিং। পড়শি রাজ্যের সীমানা বরাবর চলছে বাড়তি নজরদারি। এরমধ্যেই খানিক উদ্বেগ বাড়িয়ে ধরা পড়েছে ধানবাদের একদল দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র নিয়ে সে শিল্পাঞ্চলে ঢোকার চেষ্টা করেছিল। রুদ্ধশ্বাস অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, পুজো, রামনবমী, ঈদের মতো বিশেষ উৎসবগুলিতে আইনশৃঙ্খলা নিয়ে বাংলা, ঝাড়খণ্ড পুলিসের মধ্যে তথ্য আদানপ্রদান বাড়ে। পুলিস সেই সূত্র ধরেই খবর পায়, ধানবাদের দুষ্কৃতীরা বাংলায় ঢুকছে। তিন দুষ্কৃতী একটি বাইকে করে আগ্নেয়াস্ত্র নিয়ে তৈরি। তারা শিল্পাঞ্চলে ঢুকবে। সেই মতো শুক্রবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে শুরু হয় বিশেষ নাকা চেকিং। কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিস সন্দেহভাজন তিনজন বাইক চালককে আটক করে। চিরুনি তল্লাশি শুরু হয়। পুলিসের মোটিভ বুঝে দুষ্কৃতীরা ছক বদল করে। জানা গিয়েছে, একজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে শিল্পাঞ্চলে ঢোকার চেষ্টা চালায়। পুলিসের নাকা এড়িয়ে দ্রুত গতিতে বাইক চালিয়ে আসানসোল অভিমুখে আসার চেষ্টা করে। পুলিস গাড়ি নিয়ে বাইকের পিছু ধাওয়া করে।