নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ঈদ উপলক্ষ্যে ছুটি। সরকারি অফিস-কাছারি, স্কুল, কলেজ বন্ধ থাকবে। ফলে নিত্যযাত্রীদের ভিড়ের চাপ থাকবে অপেক্ষাকৃত কম। সেই কারণে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে সপ্তাহের অন্যান্য কাজের দিনের তুলনায় ২৬টি মেট্রো পরিষেবা কম চলবে। জানা গিয়েছে, ব্যস্ত দিনগুলিতে নর্থ-সাউথ করিডরে সারাদিনে ২৬২টি মেট্রো পরিষেবা পান যাত্রীরা। কাল তা কমে হবে ২৩৬টি। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি থাকবে অপরিবর্তিত। অন্যান্য দিনের মতোই কবি সুভাষ থেকে সকাল ছ’টা ৫০ মিনিটে ও দক্ষিণেশ্বর থেকে সকাল ছ’টা ৫৫ মিনিটে প্রথম ট্রেন যাত্রা শুরু করবে। শেষ মেট্রো ওই দুই প্রান্তিক স্টেশন থেকে যাত্রা করবে যথাক্রমে রাত সাড়ে ন’টায় ও রাত ন’টা ২৮ মিনিটে। হাইকোর্টের নির্দেশে সপ্তাহের কাজের দিনগুলি কবি সুভাষ থেকে দমদম রুটে স্পেশাল নাইট সার্ভিস চালায় রেল। কাল ওই রাত্রীকালীন বিশেষ মেট্রো পাবেন যাত্রীরা।
অন্যদিকে, শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো রুটে কাল ১৬টি পরিষেবা কমবে। সারাদিনে ৯০টি মেট্রো পরিষেবা চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশে। ২০মিনিট অন্তর যাত্রীরা এই লাইনে কাল পরিষেবা পাবেন। দিনের প্রথম মেট্রো শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে যথাক্রমে সকাল ছ’টা ৫৫ মিনিট ও সাতটা পাঁচ মিনিটে ছাড়বে। দিনের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে রওনা দেবে যথাক্রমে রাত ন’টা ৩৫ মিনিটে ও ন’টা ৪০ মিনিটে। যদিও হাওড়া ময়দান-এসপ্ল্যানেড, জোকা-মাঝেরহাট ও কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে আগামী কাল।